মাস্ক-ই পারে সংক্রমণ থেকে বাঁচাতে, জানাচ্ছেন গবেষকরা

ইচ্ছা থাক বা না-থাক, করোনার থাবা এড়াতে হলে ব্যবহার করতেই হবে মাস্ক৷ এ ছাড়া গতি নেই৷

আগামী বিশ্ব শাসন করবে মাস্ক, নানা রংয়ের, হরেক ডিজাইনের৷

করোনা হানার জেরেই মাস্ক পরার চল শুরু হয়েছে। শুরু হয়েছে বহু বিধিনিষেধও। বারবার হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার করা সামাজিক দূরত্ব বজায় রাখা‌ এবং অতি অবশ্যই মাস্ক পরা।

করোনা নিয়ে মানুষের মধ্যে উদ্বেগের মাঝেই ভালো দিক হল মাস্ক পরার ফলে করোনার হাত থেকে রক্ষা পাচ্ছে হাজার হাজার মানুষ। সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। মাস্ক পরলে যে সংক্রমণ এড়ানো যায়, তা বুঝিয়ে দিল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সমীক্ষাপত্র PNAS (The Proceedings of the National Academy of Sciences of the USA)।

সমীক্ষায় বলা হয়েছে,’সংক্রমণের হার হঠাৎই বদলে গিয়েছে মাস্ক পরার পর। উত্তর ইতালিতে ৬ এপ্রিল ও নিউইয়র্ক সিটিতে ১৭ এপ্রিল থেকে মাস্ক পরা শুরু হয়েছে। তারপরই তাৎপর্যপূর্ণভাবে কমে গিয়েছে সংক্রমিতের সংখ্যা। নিউইয়র্কে মাস্ক পরা শুরু হওয়ার পর দৈনিক ৩% কমেছে সংক্রমণের হার।’

গবেষকরা বলছেন, সামাজিক দূরত্ব, কোয়ারেন্টাইন সব ব্যবস্থা নেওয়া থাকলেও মাস্ক পরার পর সংক্রমণের হার অনেকটা কমেছে। মুখে মাস্ক থাকলে ভাইরাসকে রোখা সম্ভব।

তবে এত সবের মাঝেও মানুষ ভুলে যাচ্ছে মাস্ক পরার কথা।

Previous articleখেলায় নিষেধ না শোনায় বড়বাজারে বহুতল থেকে ছুড়ে ফেলে খুন করা হল শিশুকে!
Next articleরাজ্যে করোনা আক্রান্ত ছাড়ালো ১১ হাজার, মৃত্যু বেড়ে ৪৭৫