Sunday, August 24, 2025

দিল্লি মুকুল রায়ের জন্য কী পদ ভেবেছে জেনে নিন

Date:

Share post:

মুকুল রায় বিজেপির শীর্ষনেতৃত্বকে সাফ বলেছিলেন, হয় কাজ দিন। নয় ছেড়ে দিন।

এই পরিস্থিতিতে মুকুল দিল্লি সফর সেরে আসার পর তাঁর শিবির এবং দিল্লি সূত্রে খবর-
মুকুলকে এখনই কেন্দ্রে পূর্ণমন্ত্রী করার সম্ভাবনা খুব কম।
রাজ্য বিজেপির মূল সংগঠনেও কাজ করার তেমন জায়গা নেই।
আবার এতদিন মুকুল রায়কে তেমন কোনো পদ না দিলেও দিল্লি চায় না ভোটের আগে মুকুল দল ছেড়ে যান।
ফলে মুকুলের জন্য বিকল্প দুটি পথ ভাবছে দিল্লি।

এক, জটিলতা কাটিয়ে ভোটের স্বার্থে মুকুলকে মন্ত্রী করা।
দুই, মন্ত্রী বা দললের বড় পদের ঝামেলায় না গিয়ে মুকুলকে এবারের বিধানসভা ভোটে ইলেকশন কমিটির চেয়ারম্যান করা। এই পদটিই আপাতত ভাবা হয়েছে।

কিন্তু ঘটনা হল, এটা অনেকটা নাকের বদলে নরুণ। যেখানে মন্ত্রিত্বের জল্পনা চলছে, সেখানে মন্ত্রী করা না হলেই নেতিবাচক বার্তা যাবে। তাছাড়া মুখে যাই বলা হোক ইলেকশন কমিটির দায়িত্ব পেয়ে স্বাধীনভাবে কাজ করা মুশকিল। পঞ্চায়েত ভোটেও তো মুকুলকে এরকম কমিটির মাথায় বসানো হয়েছিল। ফলে তাতে কোনো নতুনত্ব থাকবে না।
মুকুলশিবির অবশ্য বলছে, এবার মুকুলকে সামনে রেখেই ভোটে যাবে দল।
উল্লেখ্য, ১৯৯৭ সালে কংগ্রেস তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রদেশ সভানেত্রীর পদের বদলে ইলেকশনিয়ারিং কমিটির চেয়ারপার্সন ঘোষণা করেছিল। পরেরদিনই অপমানিত মমতা তৃণমূল কংগ্রেসের মঞ্চ থেকে ভোটে লড়ার কথা ঘোষণা করেছিলেন।
মুকুলশিবিরের এক নেতা বলেন,” অমিত শাহের সঙ্গে দেখা করে মুকুল রায়কে খুশিই দেখিয়েছে। এখন দেখা যাক কার্যকর ক্ষেত্রে কী হয়।”

spot_img

Related articles

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...