Thursday, May 15, 2025

ময়নাতদন্ত না হওয়ায় অভিনেতার শেষকৃত্য সোমবার, ওদিকে উঠে এসেছে নানা তথ্য

Date:

ময়নাতদন্ত করা সম্ভব হয়নি, সুশান্ত সিং রাজপুতের শেষকৃত্য সম্পন্ন হবে আগামীকাল, সোমবার। মুম্বই পুলিস ও সুশান্তের ঘনিষ্ঠ সূত্রে এমনই খবর মিলেছে৷

◾এখনও পর্যন্ত পুলিশ ঘটনাটিকে আত্মহত্যা হিসেবেই দেখছে বলে জানা যাচ্ছে।

◾ওদিকে তাঁর পরিবারের তরফে দু-তিনজন সন্দেহ প্রকাশ করেছেন, সুশান্তকে খুন করা হয়ে থাকতে পারে৷

◾ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কিছুই বলা যাবে না বলে জানিয়েছে পুলিস।

◾পুলিস সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে সুশান্ত তাঁর টেলিভিশনের এক বন্ধুকে ফোন করেছিলেন৷

◾যাকে ফোন করা হয়েছিলো, তিনি ফোন তোলেননি।

◾এই বন্ধু’র নাম পুলিশ জানায়নি৷

◾বাড়ির পরিচারিকা পুলিশকে জানিয়েছেন,
রবিবার সকাল ৬.৩০ মিনিটে তিনি সুশান্তকে দেখেছিলেন৷

◾তখন সুশান্তকে জুস খেতে দেওয়া হয়।

◾এরপরে সুশান্ত ঘরের দরজা বন্ধ করে দেন।

◾বাড়িতে থাকা অন্যান্যরা সুশান্তের দরজা খোলার চেষ্টাও করেন৷ পারেননি৷

◾সুশান্তের বাড়ির সেই পরিচারিকাই পুলিসে খবর দিয়েছেন বলে জানা গিয়েছে।

◾এই মুহূর্তে সুশান্তের দেহ রয়েছে ডা: আরএন কুপার মিউনিসিপ্যাল হাসপাতালে।

◾জানা গিয়েছে, সুশান্তের বাবা ও তাঁর পরিবারের অন্য্যান্য সদস্যরা সোমবার সকালে মুম্বই পৌঁছবেন।

◾সোমবার দুপুরে সুশান্তের শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা৷

◾মুম্বই প্রশাসনের তরফে সুশান্তের পরিবারকে জানানো হয়েছিলো, তাঁরা অভিনেতার মরদেহ পাটনা নিয়ে যেতে চাইলে নিয়ে যেতে পারেন।

◾কিন্তু দেহ নিয়ে যাওয়া হচ্ছে না, মুম্বইতেই শেষকৃত্য হবে বলে এখনও ঠিক আছে৷

◾মর্মান্তিক এই খবর পাওয়ার পরই সুশান্তের এক দিদি চণ্ডীগড় থেকে পাটনায় পৌঁছেছেন।

◾পাটনায় আছেন সুশান্তের বাবা কে কে সিং রাজপুত।

◾ওদিকে সুশান্তের আর এক দিদি, নীতু সিং মুম্বইয়ের আরএন কুপার হাসপাতালে যান৷

◾এখানেই অভিনেতার দেহ রাখা রয়েছে।

◾এদিন ময়নাতদন্ত করা যায়নি, সোমবার তা করা হবে বলে জানা যাচ্ছে।

Related articles

আর্শাদের সঙ্গে সম্পর্ক আগের মতো থাকবে নাঃ নীরজ চোপড়া

আর্শাদ নাদিমকে(Arshad Nadeem) নিয়ে এবার বিরাট বার্তা দিলেন ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া(Neeraj Chopra)। আর্শাদ নাদিমের সঙ্গে তাঁর...

শহিদ সেনাদের শ্রদ্ধা জানাতে বিধানসভায় আসছে প্রস্তাব

সম্প্রতি পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে শহিদ হওয়া ভারতীয় সেনা জওয়ানদের শ্রদ্ধা জানাতে এবং ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্যের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ...

টানা ২২ দিন ঘুমতে দেয়নি পাক সেনা! পূর্ণমের বয়ানে অকথ্য মানসিক নির্যাতনের বর্ণনা

টানা ২২ দিন চোখের পাতা এক করতে দেওয়া হয়নি। সেই সঙ্গে চলেছে অকথ্য মানসিক নির্যাতন। পাক রেঞ্জার্সের হাত...

আইপিএলের শেষ দুটো ম্যাচে নাইট শিবিরে নেই মইন আলি, রভম্যান পাওয়েল

বাকিরা এলেও আইপিএলের(IPL) শেষের দিকে আর কলকাতা নাইট রাইডার্সের(KKR) জার্সিতে দেখা যাবে না মইন আলিকে(Moeen Ali)। শুধুমাত্র তিনিই...
Exit mobile version