Saturday, November 22, 2025

দ্বিতীয় দফায় করোনাভাইরাস সংক্রমণের ভীতি জাঁকিয়ে বসছে মানুষের মনে। রবিবার বেজিংয়ে আরও ৩৬ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। ফলে গত ১১ জুন থেকে সেখানে নয়া সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯। করোনা রুখতে ব্যর্থ হওয়ায় ফেংতাই জেলার সহ-প্রধান ঝাউ ইউকিংকে সরানো হয়েছে।

সোমবার চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, রবিবার পর্যন্ত ৪৯ জন নয়া আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। এরমধ্যে ১০ জনের বিদেশি যোগসূত্র আছে। বাকি ৩৯ এর মধ্যে ৩৬ জন বেজিংয়ের এবং বাকি ৩ জন হুবেই প্রদেশের বাসিন্দা। চিনের করোনা সংক্রমণের নয়া কেন্দ্রস্থলে পরিণত হবে বেজিং। এই নিয়ে তৈরি হয়েছে আতঙ্ক।

সূত্রের খবর, আক্রান্তের শিনফাদি বাজার যোগসূত্র রয়েছে। সংক্রমিতরা ওই বাজারে গিয়েছিলেন। অথবা বেজিংয়ের ওই বাজারের দোকানি তাঁরা। রবিবার সাংবাদিক বৈঠকে ফেংতাইয়ের প্রধান ঝ্যাং জি জানান, শিনফাদি বাজার সংলগ্ন অঞ্চলের ৪৬,০০০ বাসিন্দাদের নমুনা পরীক্ষার পরিকল্পনা করছে প্রশাসন। ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে বাজার। প্রাক প্রাথমিক স্কুল সহ বন্ধ হয়েছে তিনটি স্কুল। পাশাপাশি পুরোপুরি তালা বন্ধ করা হয়েছে ১১টি আবাসনে।

Related articles

রিল-রিয়েল একাকার! ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’-এ থানায় ছুটলেন মদন

একেই বোধহয় বলে, "ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙে"। "দাদা একটু আসুন, আপনি না এলে হবে না", "আমার নির্দোষ...

প্রিমিয়ারেই জমজমাট গৃহকর্মীদের রোজনামচার ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’

শর্মিষ্ঠা ঘোষ চক্রবর্তী ওঁরা রোজ আসেন, রোজ কাজ করেন, সমস্ত রকম নাগরিক স্বাচ্ছন্দ্যের পরিষেবা দেন। কিন্তু ওঁদের নিয়ে গল্প...

টেকনিশিয়ানদের টাকা বাকি রেখে কুৎসা রটাচ্ছেন রুদ্রনীল! তথ্য দিয়ে ধুয়ে দিলেন স্বরূপ

নিজে টাকা বাকি রেখে উল্টে ফেডারেশনের নামে সোশ্যাল মিডিয়ায় কুৎসা ছড়াচ্ছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)! শুক্রবার সাংবাদিক...

কাজের চাপে শীতলকুচিতে মর্মান্তিক মৃত্যু বিএলও-র! পরিবারের পাশে রাজ্য

অতিরিক্ত কাজের চাপ এবং মানসিক অস্থিরতা—এই দুইয়ের মাঝেই শেষ হল শীতলকুচির বিএলও ললিত অধিকারীর জীবনযাত্রা। বেশ কয়েকদিন ধরেই...
Exit mobile version