Thursday, November 6, 2025

কারোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী দুজনেরই মুখ রক্ষা করলেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি বলেন,বিশ্বের মধ্যে করোনা পরিস্থিতিতে সবচেয়ে ভালো জায়গায় ভারত। আর সারাদেশের মধ্যে করোনা পরিস্থিতিতে রাজ্যের হাল সব থেকে ভালো। মৃতের সংখ্যা সবচেয়ে কম এবং সুস্থতার হার ৪০%। বীরভূমের সিউড়িতে দলীয় সভায় মন্তব্য বিজেপি নেতা মুকুল রায়ের। কেন্দ্রের ‘আত্মনির্ভর ভারত’ প্রকল্পের অধীন সেখানে যান বিজেপি নেতা। কর্মিসভার পরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। উপস্থিত ছিলেন পুরুলিয়া সাংসদ তথা বিজেপির রাজ্য সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ। সেখানেই দেশের করোনা পরিস্থিতি সম্পর্কে প্রশ্ন করা হলে মুকুল রায় জানান, সারা বিশ্বের মধ্যে মৃত্যুর হারের দিক থেকে ভারতের পরিস্থিতি সব থেকে ভালো। আর সারাদেশের মধ্যে পশ্চিমবঙ্গের মৃত্যুর হার সবচেয়ে কম। শুধু তাই নয়, এখানে সুস্থ হয়েছেন ৪০% মানুষ। বিজেপি নেতা বলেন, পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে করোনা নিয়েই চলতে হবে। সেক্ষেত্রে একে ভয় না পেয়ে সর্তকতা অবলম্বন করার পরামর্শ দেন মুকুল রায়।

সম্প্রতি দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তাঁর দেখা করতে যাওয়ার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুকুল রায় বলেন, রাজ্য তথা দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করতেই তিনি দিল্লি গিয়েছিলেন। ” মন্ত্রিত্ব বিষয়ে কোনো কথা হয়নি। বিজেপিতে মন্ত্রিত্ব এভাবে হয় না” বলেও মন্তব্য করেন মুকুল। তবে এদিন সাংবাদিক বৈঠকে বিজেপি নেতৃত্বের মুখে পদ্ম ছাপ মাস্ক থাকলেও, মুকুল রায় পরেছিলেন নীল রংয়ের সাধারণ মাস্কই।

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version