একযোগে গান ও আঁকা, জমিয়ে দিলেন নীরু – শমীন্দ্র

বেনজির উদ্যোগ।
বিরল অভিজ্ঞতা।
জয়পুরে বসে বৃন্দাবনী ঘরানায় গানে মাতাচ্ছেন নীরু সোনি।
আর কলকাতায় নিজের স্টুডিওতে বসে আস্ত একটা ক্যানভাস রঙে ভরিয়ে ছবির জন্ম দিচ্ছেন শিল্পী শমীন্দ্রনাথ মজুমদার।
শিল্পকলার অনুরাগীদের কাছে এই অভিজ্ঞতা এই প্রথম। অনলাইন ইভেন্টে দুই দূরের প্রান্তের গান আর ছবি বিরল। seherindia- র ব্যবস্থাপনায় রবিবার সন্ধেতে এই অসাধ্যসাধনটি হল। এক শিল্পীর খেয়ালের মূর্ছনায় আর এক শিল্পীর তুলিতে ক্যানভাসে অপূর্ব সৃষ্টি- আপাতত এটাই এই ডিজিটাল দুনিয়ায় মডেল হয়ে থাকুক।

 

Previous articleকরোনা আবহেই আজ থেকে চালু হচ্ছে মুম্বইয়ের লোকাল ট্রেন
Next articleসামনে এলো সুশান্তের পোস্টমর্টেম রিপোর্ট, কীভাবে মৃত্যু হয়েছে অভিনেতার?