এই নিয়ে এক বছরের মধ্যে চতুর্থবার। ফের উড়ে গেল পুরীর মন্দিরের ধ্বজা। জোর বাতাস দেওয়ার ফলে এবং ভারী বর্ষণ হওয়ায় পুরীর মন্দিরের মাথায় উড়তে থাকা পতিত পাবন ধ্বজা খসে পড়েছে।

একদিকে করোনা সংক্রমণ। অন্যদিকে কিছুদিন আগেই ঘূর্ণিঝড় তাণ্ডব দেখিয়েছে। এরই মধ্যে মন্দিরের ধ্বজা উড়ে যাওয়ার বিষয়টি মোটেই ভালভাবে দেখছেন না সাধারণ মানুষ। পতাকা উড়ে যাওয়াকে অশুভ লক্ষণ বলে মনে করছেন অনেকে। প্রথমবার পতাকাটি একটি জায়গায় আটকে গিয়ে ওড়া বন্ধ হয়ে গিয়েছিল। দ্বিতীয়বার তাতে আগুন লেগে যায়। কিছুদিন আগে ঘূর্ণিঝড় আমফানের সময় পতাকা খুলে পড়ে গিয়েছিল। চতুর্থবার সেই একই ঘটনা ঘটল।
