Saturday, November 15, 2025

আর্থিক অনটনে সংসার চলছে না, এবার দাবি নিয়ে পথে নামলেন পানশালা কর্মীরা

Date:

করোনা মোকাবিলায় দীর্ঘ লকডাউনে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর জোগান ছাড়া প্রায় সবকিছুই বন্ধ ছিল। গত ১ জুন থেকে কন্টেনমেন্ট জোন ছাড়া দেশের প্রায় সর্বত্রই আনলক ফেজ ওয়ানের মধ্য দিয়ে সারা দেশের মতো এ রাজ্যেও সমস্ত হোটেল-রেস্তোরাঁ ধীরে ধীরে খুলছে সরকারি নির্দেশ অনুযায়ী সমস্ত বিধিনিষেধ মেনে।

কিন্তু এখনও বন্ধ রাখা হয়েছে পানশালা বা বারগুলি। এই পরিস্থিতিতে বিপাকে পড়েছে সমস্ত বারকর্মী। যার মধ্যে একটা বড় অংশ রয়েছেন বার সিঙ্গার-সহ মিউজিশিয়ান। সমস্যায় পড়েছেন ওয়েটাররাও। এঁরা খুব বেশি বেতন কোনওদিনই পেতেন না। তবে গ্রাহকদের টিপসে পুষিয়ে যেতো।

খুব স্বাভাবিকভাবে দীর্ঘদিন কাজ না থাকায় এই সকল বারকর্মীরা অর্থসঙ্কটে ভুগছেন। পেটের টানে বিভিন্ন জায়গায় তাঁরা দরবার করেছেন, যাতে অবিলম্বে বার খুলে দেওয়া যায় যথাযথ বিধি মেনে। যাতে তাঁরা ফের কাজে ফিরতে পারেন। জীবনযাপনের জন্য নূন্যতম উপার্জনটুকু করতে পারেন।

কিন্তু এখনও তাঁরা উপেক্ষিত বলেই মনে করছেন বারকর্মীরা। খোলেনি বার। মেটেনি সমস্যা। একটা বড় অংশের মানুষ এই সমস্ত বার বা পানশালাগুলিতে কাজ করেন। সবমিলিয়ে অর্থাভাবে সংসার চালানোই দুষ্কর হয়ে দাঁড়িয়েছে তাঁদের সামনে।

কোনও উপায় না দেখে নিজেদের রুজি-রুটির তাগিদে এবার তাঁরা রাস্তায় নামতে বাধ্য হলেন। আজ, মঙ্গলবার তাই বাধ্য হয়েই মধ্য কলকাতার একটি বারের সামনে পোস্টার হাতে জমায়েত হলেন বেশ কিছু পানশালা কর্মী। তাঁদেরবদাবি, অবিলম্বে এই সমস্যার সমাধান করতে হবে। তাঁদের দুর্দশার কথা শুনতে হবে, বুঝতে হবে রাজ্য সরকারকে। যাতে দ্রুত বার খোলা যায়, যাতে করে তাঁরা নিজেদের কাজে ফিরতে পারেন, যাতে করে তাঁদের সংসারটা বাঁচে সেই দিকগুলি নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন পানশালা কর্মীরা।

Related articles

ফের রবিবার বন্ধ বিদ্যাসাগর সেতু! কোন পথে যান চলাচল

রক্ষণাবেক্ষণের জন্য রবিবার আবার বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু (Vidyasagar Bridge)। বিকল্পপথে যান চলাচলের বিজ্ঞপ্তি দিল কলকাতা পুলিশ (Kolkata...

এজরা স্ট্রিটে বিধ্বংসী অগ্নিকাণ্ড! বেআইনি নির্মাণে কড়া পদক্ষেপ: জানালেন মেয়র, নিয়ম মেনে ব্যবসার বার্তা সুজিতের

সাতসকালে বিধ্বংসী অগ্নিকাণ্ড বড়বাজারের (Barobazar) এজরা স্ট্রিটের ইলেকট্রিক সামগ্রীর দোকানে। দমকলের (Fire Brigade) ২০টি ইঞ্জিনের চেষ্টায় আগুন (Fire)...

ক্রমশ কাজের চাপ বাড়াচ্ছে কমিশন: জেলায় জেলায় বিক্ষোভে BLO-রা

নির্বাচনী এসআইআর প্রক্রিয়ায় সাধারণ নাগরিকদের যাতে লাইনে দাঁড়াতে না হয়, তার জন্য কমিশনের তরফে প্রতিনিধি বুথ লেভেল অফিসাররা...

গিলের চোট নিয়ে উদ্বেগ, বেশি রানের লিড নিতে ব্যর্থ ভারত

আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনেই ভারতীয় শিবিরের চোটের উদ্বেগ। শনিবার দিনের শুরুতেই ঘাড়ের ব্যাথা নিয়ে মাঠ ছাড়লেন...
Exit mobile version