Thursday, August 21, 2025

শিলিগুড়িতে রাস্তা বন্ধের বিরোধিতা করে বিক্ষোভের মুখে মহকুমাশাসক

Date:

Share post:

বাজার বন্ধ করার প্রস্তুতি দেখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন মহকুমাশাসক সুমন্ত সহায়।শিলিগুড়ির চম্পাসারির ঘটনায় এলাকায় চাঞ্চল্য। বিক্ষোভের মুখে পড়ে ওই এলাকা ছেড়ে চলে যান মহকুমাশাসক। শিলিগুড়ির বাজারগুলি নিয়ে তৎপর প্রশাসন।একের পর এক বাজার বন্ধ করে দেওয়া হচ্ছে। কারণ, সেখান থেকেই সংক্রমণ ছড়াচ্ছে বলে অভিযোগ।

এবিষয়ে ফের মঙ্গলবার স্টেট গেস্ট হাউসে টাস্ক ফোর্সের বৈঠক হয়। বৈঠকে হাজির ছিলেন জেলাশাসক এস পুন্নমবলম-সহ মহকুমাশাসক সুমন্ত সহায় ও স্বাস্থ্য আধিকারিকরা। বৈঠকের পর জেলাশাসক জানান, শহরে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি নেই। তবে ১৮, ৪৬, ২, ২৮ নম্বর ওয়ার্ডগুলিকে কড়া নজরে রাখা হচ্ছে। পাশাপাশি বাজারগুলিকে নিয়ন্ত্রণে রাখতে আপাতত রেগুলেটেড মার্কেট , চম্পাসারি বাজার ও নিবেদিতা মার্কেট বন্ধ করে দেওয়া হচ্ছে।

এরপর চম্পাসারি বাজার পরিদর্শনে যান মহকুমাশাসক।সেখানে গিয়ে তিনি রাস্তার ব্যারিকেড দেখেন। কিন্ত গোটা রাস্তা বন্ধ করে দেওয়ায় একদিক খোলার নির্দেশ দেন। এই নিয়েই তীব্র ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় ব্যাবসায়ীরা। তাঁরা দাবি, করেন পুরো রাস্তা বন্ধ করতে হবে। কিন্তু সেটা সম্ভব নয় তা জানিয়ে দেন মহকুমাশাসক। কারণ জরুরি পরিষেবার জন্য একদিক খোলা রাখা হয়েছে। মহকুমারশাসককে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...