Saturday, May 10, 2025

সীমান্ত নিয়ে টানাপোড়েন অব্যাহত ভারত ও নেপালের মধ্যে। এরইমধ্যে নয়া তথ্য প্রকাশ করল নেপালে ভারতীয় দূতাবাস। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে দু’পক্ষই। নেপালের পশুপতিনাথ মন্দির ও লাগোয়া এলাকায় নিকাশি পরিকাঠামো উন্নয়নে সাহায্য করবে ভারত। এই বিষয়ে একটি মউ স্বাক্ষরিত হয়েছে দিল্লি ও কাঠমান্ডুর মধ্যে।

সোমবার এই মউ স্বাক্ষরিত হয় ভারতীয় দূতাবাস, মিনিস্ট্রি অফ ফেডারাল অ্যাফেয়ার্স অ্যান্ড জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ও কাঠমান্ডু মেট্রোপলিটান সিটির মধ্যে। জানা গিয়েছে, নেপাল ভারত মৈত্রী উন্নয়ন উদ্যোগের আওতায় এই কাজ করা হবে। ভারতীয় দূতাবাস বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, ৩৭.২৩ মিলিয়ন নেপালি অর্থ খরচ করবে ভারত। পশুপতি মন্দিরে আগত দর্শনার্থীদের সুবিধার জন্য এই খরচ করা হবে।

প্রসঙ্গত, ২০১৪ সালের অগাস্ট মাসে প্রথম পশুপতি মন্দিরের নিকাশি ব্যবস্থার উন্নয়নের জন্য প্রকল্পের কথা ঘোষণা করা হয়। সাধনে প্রকল্প গ্রহণ করা হয়। ২০১৯ সালের অক্টোবর মাসে ভারতীয় দূতাবাসকে এই প্রকল্প ফের শুরু করার আবেদন জানায় পশুপতি এরিয়া ডেভেলপমেন্ট ট্রাস্ট। সেই প্রস্তাব গ্রহণ করে ভারতীয় দূতাবাস।

দিন কয়েক আগে উত্তরাখণ্ডে অবস্থিত ভারতের তিনটি এলাকা নিজেদের মানচিত্রে এনে দেশের নয়া মানচিত্র তৈরি করে নেপাল। এমনকী সংসদে মানচিত্র বদল সম্পর্কিত বিল পাশ করে নেপাল সরকার। যা নিয়ে চিনের উস্কানি দেখছে নেপালের বিশেষজ্ঞ মহল।

Related articles

রোহিতের পর বিরাট, লালবলের ক্রিকেটকে বিদায় জানানোর পথে কোহলি! বাড়ছে জল্পনা 

থমকে যাওয়া আইপিএল সিজনের মাঝেই নিজের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে বড় সিদ্ধান্তের পথে বিরাট কোহলি (Virat Kohli)। রোহিত শর্মার...

কাশ্মীর থেকে গুজরাট, ২৬ জায়গায় ড্রোন হামলার চেষ্টা পাকিস্তানের! পাল্টা জবাব ভারতের

বৃহস্পতিবারের পর শুক্রবার রাতেও আকাশপথে হামলা জারি রাখল পাকিস্তান (Pakistan Air Attack)। শাহবাজ শরিফের দেশের হামলা ব্যর্থ করতে...

কাশ্মীর থেকে রাজস্থান, ২৬ জায়গায় পাক হামলা! পঞ্জাবে আহত ৩

রাত বাড়তেই ভারতের সীমান্তবর্তী একের পর এক জায়গায় হামলার চেষ্টা পাকিস্তানের। পাকিস্তানের ড্রোন হামলায় পঞ্জাবারে ফিরোজপুরে একই পরিবারের...

IMF-এর ঋণ জঙ্গি কার্যকলাপে ব্যবহার! পাকিস্তানকে সাহায্যের বিরোধিতা ভারতের

আন্তর্জাতিক সংস্থা থেকে দেশের উন্নয়নে যে অর্থ সাহায্য করা হয় তা পাকিস্তান রাষ্ট্রপরিচালিত সন্ত্রাসবাদের (cross border terrorism) পিছনে...
Exit mobile version