Monday, November 17, 2025

আমাদের দেশের মিড ডে মিলের মতো প্রকল্প চালু ছিল ইংল্যান্ডে। কী সেই প্রকল্প? যেসব পরিবারের উপার্জন কম, সেই পরিবারের শিশুদের জন্য খাবারের ভাউচার দেওয়া হত। ফুড ব্যাঙ্ক থেকে সেই খাবার সংগ্রহ করত শিশুরা। কোভিড-১৯ সংক্রমণের জেরে বন্ধ স্কুলগুলি। এমনকি সংসদে ভোটাভুটির মাধ্যমে বিল পাশ করে বন্ধ করে দেওয়া হয়েছে খাবারের ভাউচার দেওয়া। এই ঘটনা নাড়া দিয়েছে তরুণ ইংলিশ ফুটবলার মার্কাস র্যা শফোর্ডকে। মাত্র ২২ বছর বয়সেই ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবের তারকা তিনি । টুইটারে দেশের সাংসদের তিনি লিখেছেন, খাবারের ভাউচার বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করা হোক ।
এই বিষয়ে তিনি উল্লেখ করেছেন, ইংল্যান্ড জার্সিতে তাঁর প্রথম গোল করার মুহূর্তের কথা। তিনি লিখেছেন, ‘আমি দেখলাম সবাই জাতীয় পতাকা ওড়াচ্ছে এবং জার্সিতে থ্রি লায়ন্স চিহ্নতে গর্বের সঙ্গে চাপড় মারছে। সে মুহূর্তে আমার শুধু নিজের জন্য নয়, যারা এতদিন আমায় সাহায্য করেছেন এবং জাতীয় দলে সুযোগ পেতে সহায়তা করেছেন, তাঁদের সবার জন্য গর্বে বুক ফুলে উঠেছিল। ২২ বছরের কৃষ্ণাঙ্গ একটি ছেলে জাতীয় দলে খেলছে, এটা সম্ভব হত না যদি আমার চারপাশের মানুষ দয়া এবং উদারতা দেখাতেন।’
তিনি বলেছেন, ‘দুটো ওয়েম্বলি স্টেডিয়াম ভরে যাবে শিশুদের মাধ্যমে যারা লকডাউনে খেতে পায়নি। খালি পেটে যন্ত্রণা সহ্য করে তারা কতটা দেশের জার্সি গায়ে তুলবে আর জাতীয় সঙ্গীত গাইবে তাতে আমার সন্দেহ আছে।’
ম্যান ইউ তারকা আরও বলেছেন, কৃষ্ণাঙ্গ এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ৪৫ শতাংশ এখন দারিদ্রে ভুগছে।

তাঁর কথায়, ‘দয়া করে আমার এই অনুরোধ শুনুন, মনুষ্যত্ব দেখান এবং গ্রীষ্মের ছুটিতে ফুড ভাউচার বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন।’
তিনি নিজেও ছোটবেলায় এই ফুড ভাউচারের সাহায্য পেয়েছিলেন। সে কথা স্বীকার করতে দ্বিধা করেননি।

Related articles

সময়সীমা ২৬ নভেম্বর! বিশেষ নিবিড় সংশোধনীতে তৎপর নির্বাচন দফতর

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় রাজ্যের প্রতিটি ভোটারের এনিউমারেশন ফর্ম সংগ্রহ ও তার ডিজিটাইজেশনের কাজ ২৬ নভেম্বরের...

বৃদ্ধ বাবার খেয়াল রাখেন না যুবরাজও! মৃত্যুর অপেক্ষায় যোগরাজ

বর্তমানে বয়সকালে বৃদ্ধ মা-বাবাকে দেখভাল না করার অভিযোগ নতুন নয়, এই নিয়ে অনেক মামলা হয় হাইকোর্ট বা সুপ্রিম...

ঢাকা হাসিনাকে ফেরত চাইতেই বার্তা দিল নয়াদিল্লি

ফাঁসির সাজা ঘোষণার পরেই বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে (Sheikh Hasina) ফেরানোর তোড়জোড় শুরু বাংলাদেশের কার্যনির্বাহী সরকারের। আর...

ছেলেমানুষি করছেন রাজ্যপাল! রাজভবনে খানাতল্লাশিকে ‘নাটক’ বলে তীব্র কটাক্ষ কল্যাণের

তাঁরই অভিযোগের প্রেক্ষিতে রাজভবনে ঘটা করে তল্লাশি অভিযান করালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। আর...
Exit mobile version