বেসরকারি স্কুলগুলির অতিরিক্ত ফি নেওয়ার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি রাহুলের

ফের শহর তথা রাজ্যের বেসরকারি স্কুলগুলির অন্যায়ভাবে ফি নেওয়ার প্ৰতিবাদে সরব হলেন বিজেপি নেতা রাহুল সিনহা। এদিন তিনি জানিয়েছেন, রাজ্যের শিক্ষা ব‍্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। এই কঠিন সময়ে বেসরকারি স্কুলগুলি অভিভাবকদের কাছ থেকে অতিরিক্ত বেতন নিচ্ছে। আর রাজ‍্য সরকার সব দেখেশুনে চুপ করে বসে রয়েছে। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব‍্যবস্থা নেওয়া হচ্ছে না।

একইসঙ্গে রাহুল সিনহা বেসরকারি স্কুলের অন্যায়ভাবে অতিরিক্ত ফি নেওয়ার বিরুদ্ধে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের দাবি করেছেন।