Saturday, August 23, 2025

কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা কাস্টমস কর্তৃপক্ষের৷

কাস্টমস কর্তৃপক্ষ দমদম বিমানবন্দরে এক ঘটনার প্রেক্ষিতে ২০১৯ সালের ২৬ মার্চ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় (নারুলা) এবং রুজিরা’র বোন মেনকা গম্ভীরের নামে এক সমন জারি করেছিলো৷ কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ সেই সমনকে অবৈধ এবং আইন বহির্ভূত চিহ্নিত করে বুধবার তা খারিজ করে দিয়েছেন৷ রুজিরা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু এদিন জানিয়েছেন,
আদালত বলেছে, কাস্টমস কর্তৃপক্ষের তরফে ২২মার্চ, ২০১৯ পুলিশে ওই বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে পুলিশি তদন্তও চলছে৷ এই পরিস্থিতিতে কাস্টমস কর্তৃপক্ষের আলাদাভাবে কোনও সমন জারি করার বা কাউকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করার আইনি অধিকার নেই৷ যে অভিযোগের ভিত্তিতে কাস্টমস সমন জারি করেছে, সে বিষয়ে যেহেতু তদন্ত চলছে, তাই কাউকে ডেকে পাঠিয়ে আর জিজ্ঞাসাবাদও করতে পারেনা কাস্টমস৷ তাই ওই সমন খারিজ করা হলো৷

আইনজীবী সঞ্জয় বসু জানিয়েছেন, গত ২০১৮ সালের ১ মার্চ রুজিরা বন্দ্যোপাধ্যায় (নারুলা) এবং তাঁর বোন মেনকা গম্ভীর ব্যাংকক থেকে ফেরার সময় যখন দমদম বিমানবন্দরে লাগেজের জন্য অপেক্ষা করছিলেন, তখন এক কাস্টমস আধিকারিক তাঁদের কাছে ঘুষ চেয়েছিলেন৷ এই ধরনের ঘুষ দিতে অস্বীকার করায় রুজিরা বন্দ্যোপাধ্যায় সে সময় গর্ভবতী থাকা সত্ত্বেও তাঁকে হেনস্থা পর্যন্ত করা হয়৷ এবং পরে এক মিথ্যা মামলায় তাঁদের যুক্ত করা হয়৷ সেদিন বিমানবন্দরে কাস্টমস দফতর রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর বোনের সমস্ত লাগেজ স্ক্রিনিংয়ের জন্য রেড চ্যানেলে নিয়ে যাওয়া হয়েছিলো৷ পরীক্ষা করে কোনও নিষিদ্ধ পণ্য পাওয়া যায় নি। যেহেতু কোনও অবৈধ পণ্য পাওয়া যায়নি, তাই রুচিরাদেবীরা বিমানবন্দর থেকে বেরিয়ে আসেন৷ ১মার্চ রুচিরা দেবী দমদম বিমানবন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেন৷ সেই অভিযোগের তদন্ত চলাকালীন কাস্টমস কর্তৃপক্ষ রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর বোনের নামে পৃথক সমন জারি করেন সেই সমনের আইনি বৈধতা চ্যালেঞ্জ করেই হাইকোর্টে মামলা করেন রুজিরা বন্দ্যোপাধ্যায়৷
আইনজীবী সঞ্জয় বসু জানিয়েছেন,ওই মামলাতেই হাইকোর্ট এদিন খারিজ করেছে কাস্টমস কর্তৃপক্ষের জারি করা সমন৷

Related articles

মোলিনার কোচিংয়ে খেলার জন্যই মোহনবাগানে মেহতাব সিং

ক্লাবের নাম মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG) এবং যার কোচ হোসে মোলিনা (Jose Molina)। এই দুটো নামের জন্যই কলকাতার বাকি ক্লাবকে...

কেরলে মহেশতলার গণধর্ষিতা তরুণীর সঙ্গে দেখা করতে বরাদ্দ ১ মিনিট! কী লুকোতে চাইছে বামসরকার

বামশাসিত কেরালায় (Kerala) গণধর্ষণের শিকার বাংলার পরিযায়ী শ্রমিক! নির্যাতিতা পাশে দাঁড়াতে টিম পাঠিয়েছিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

পূর্ব ভারতের ইতিহাসে প্রথম! হাড়ের ব্যাঙ্ক চালু হচ্ছে SSKM হাসপাতালে

আরও এক ধাপ এগোল বাংলা। পূর্ব ভারতের ইতিহাসে এই প্রথম। চালু হচ্ছে হাড়ের ব্যাঙ্ক। এসএসকেএমের অ্যানেক্স শম্ভুনাথ পণ্ডিত...

জুতোর কারখানায় আগুন, আতঙ্ক আনন্দপুরের গুলশন কলোনিতে

আনন্দপুরের গুলশন কলোনিতে একটি কারখানায় আগুন (factory fire) লাগার ঘটনায় চাঞ্চল্য শনিবার সকালে। ঘিঞ্জি এলাকা হওয়ায় প্রথমেই আগুন...
Exit mobile version