ক্লাবের নাম মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG) এবং যার কোচ হোসে মোলিনা (Jose Molina)। এই দুটো নামের জন্যই কলকাতার বাকি ক্লাবকে না বলে সরাসরি মোহনবাগান সুপারজায়ান্টের শিবিরেই যোগ দিলেন মেহতাব সিং। মেহতাব সিংকে(Mehtab Singh) নেওয়া নিয়ে এবার কলকাতার দুই প্রধানের মধ্যে শুরু হয়েছিল দড়ি টানাটানি। তাঁর মতো একজন ডিফেন্সের শক্তিশালী ফুটবলারকে পেতে আগ্রহী ছিল মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুই দলই। কিন্তু শেষপর্যন্ত ইস্তবেঙ্গলকে নাকোচ করে সবুজ-মেরুন জার্সিতেই খেলার সিদ্ধান্তটা নিয়ে ফেললেন মেহতাব সিং(Mehtab Singh)।
সইটা বেশ কয়েকদিন আগেই হয়ে গিয়েছিল। অপেক্ষাটা ছিল সরকারী ভাবে ঘোষণা হওয়ার। শনিবারই তাঁর নাম ঘোষণাটা হয়ে গেল। এবার শুধুই মোহনবাগান সুপারজায়ান্টের জার্সিতে মাঠে নামার অপেক্ষা এই তারকা ফুটবলারের। মুম্বই সিটি এফসির হয়ে বহু সাফল্য রয়েছে মেহতাবের(Mehtab Singh)।
মুম্বই সিটি এফসির হয়ে দুবার আইএসএল জয়ের পাশাপাশি লিগ শিল্ড জেতার অভিজ্ঞতাও রয়েছে এই তারকা ফুটবলারের। তিনি রক্ষণে যেমন খেলতে পারেন, তেমনই খেলতে পারেন সাইড ব্যাক পজিশনেওরডরিগেজদের পাশে মেহতাবের যোগদান যে হোসে মোলিনার দলের শক্তি অনেকটাই বাড়িয়ে দিল তা বলার অপেক্ষা রাখে না।
মেহতাব সিং জানিয়েছেন, “মোহনবাগানের খেলার স্বপ্ন ভারতের সব ফুটবলারের থাকে। আমারও সেই স্বপ্ন এবার পূরণ হল। মোহনবাগান সুপারজায়ান্ট অত্যন্ত শক্তিশালী একটা দল। এছাড়া তাদের দলে রয়েছে ভালো মানের বিদেশি। আমার কাছে কলকাতার আরও ক্লাবের প্রস্তাব ছিল। কিন্তু মোলিনার দলে খেলতে পারলে নিজেকে আরও প্রতিষ্ঠিত ও সমৃদ্ধ করতে পারব বলেই এখানে খেলার সিদ্ধান্ত নিয়েছি। ক্লাবের টিম ম্যানেজমেন্ত অত্যন্ত ভালো। তারা সবাই স্বপ্ন দেখতে জানেন”।
শনিবার যোগ দেওয়ার পরই দলের সঙ্গে অনুশীলনেও নেমে পড়েছেন মোহনবাগানের নতুন ডিফেন্ডার। আইএসএল হবে কিনা এখনও পর্যন্ত নিশ্চয়তা নেই। তবে মোহনবাগান যে এবারও অত্যন্ত শক্তিশালী দল তৈরি করছে তা বলার অপেক্ষা রাখে না।
–
–
–
–
–
–