Monday, August 25, 2025

ক্লাবের নাম মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG) এবং যার কোচ হোসে মোলিনা (Jose Molina)। এই দুটো নামের জন্যই কলকাতার বাকি ক্লাবকে না বলে সরাসরি মোহনবাগান সুপারজায়ান্টের শিবিরেই যোগ দিলেন মেহতাব সিং। মেহতাব সিংকে(Mehtab Singh) নেওয়া নিয়ে এবার কলকাতার দুই প্রধানের মধ্যে শুরু হয়েছিল দড়ি টানাটানি। তাঁর মতো একজন ডিফেন্সের শক্তিশালী ফুটবলারকে পেতে আগ্রহী ছিল মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুই দলই। কিন্তু শেষপর্যন্ত ইস্তবেঙ্গলকে নাকোচ করে সবুজ-মেরুন জার্সিতেই খেলার সিদ্ধান্তটা নিয়ে ফেললেন মেহতাব সিং(Mehtab Singh)।

সইটা বেশ কয়েকদিন আগেই হয়ে গিয়েছিল। অপেক্ষাটা ছিল সরকারী ভাবে ঘোষণা হওয়ার। শনিবারই তাঁর নাম ঘোষণাটা হয়ে গেল। এবার শুধুই মোহনবাগান সুপারজায়ান্টের জার্সিতে মাঠে নামার অপেক্ষা এই তারকা ফুটবলারের। মুম্বই সিটি এফসির হয়ে বহু সাফল্য রয়েছে মেহতাবের(Mehtab Singh)।

মুম্বই সিটি এফসির হয়ে দুবার আইএসএল জয়ের পাশাপাশি লিগ শিল্ড জেতার অভিজ্ঞতাও রয়েছে এই তারকা ফুটবলারের। তিনি রক্ষণে যেমন খেলতে পারেন, তেমনই খেলতে পারেন সাইড ব্যাক পজিশনেওরডরিগেজদের পাশে মেহতাবের যোগদান যে হোসে মোলিনার দলের শক্তি অনেকটাই বাড়িয়ে দিল তা বলার অপেক্ষা রাখে না।

মেহতাব সিং জানিয়েছেন, “মোহনবাগানের খেলার স্বপ্ন ভারতের সব ফুটবলারের থাকে। আমারও সেই স্বপ্ন এবার পূরণ হল। মোহনবাগান সুপারজায়ান্ট অত্যন্ত শক্তিশালী একটা দল। এছাড়া তাদের দলে রয়েছে ভালো মানের বিদেশি। আমার কাছে কলকাতার আরও ক্লাবের প্রস্তাব ছিল। কিন্তু মোলিনার দলে খেলতে পারলে নিজেকে আরও প্রতিষ্ঠিত ও সমৃদ্ধ করতে পারব বলেই এখানে খেলার সিদ্ধান্ত নিয়েছি। ক্লাবের টিম ম্যানেজমেন্ত অত্যন্ত ভালো। তারা সবাই স্বপ্ন দেখতে জানেন”।

শনিবার যোগ দেওয়ার পরই দলের সঙ্গে অনুশীলনেও নেমে পড়েছেন মোহনবাগানের নতুন ডিফেন্ডার। আইএসএল হবে কিনা এখনও পর্যন্ত নিশ্চয়তা নেই। তবে মোহনবাগান যে এবারও অত্যন্ত শক্তিশালী দল তৈরি করছে তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version