Tuesday, November 11, 2025

৩৯ বছর আগে তিনি এসেছিলেন বহিরাগত হিসেবে। কিন্তু হাল ছাড়েননি। কারণ, তার দাদু শিখিয়েছিলেন, “বেটা হার না মান না”। বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে সোশ্যাল মিডিয়ায় বলিউডের নতুন প্রজন্মকে এই বার্তা দিলেন অভিনেতা অনুপম খের। যেখানে শুধু মুম্বই নয়, দেশজুড়ে স্বজনপোষণের অভিযোগ উঠছে বলিউডের বিরুদ্ধে, ক্ষমতা কেন্দ্রীকরণ এবং নিয়ন্ত্রণের জন্য দায়ী করা হচ্ছে নামজাদা প্রযোজক এবং পরিচালক গোষ্ঠীকে, সেখানে দাঁড়িয়ে অনুপম খেরের দাবি মুম্বই খুবই দয়ালু শহর। শুধু ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, বিভিন্ন ক্ষেত্রে কোটি কোটি মানুষকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে এই শহর।

যাঁরা মুম্বইয়ের বাইরে থেকে সেখানে কাজ করতে যাচ্ছেন, তাঁদের উদ্দেশে অনুপমের বার্তা- “হেরে যেও না, লড়াই করো। একাই লড়াই করো। যখন মন খারাপ হবে বন্ধুদের সঙ্গে কথা শেয়ার কর। বাবা-মাকে ফোন কর। তাঁদের জানাও তোমার মন খারাপ। বাবা-মায়ের আশীর্বাদ পেলে সব কাজ সহজ হয়ে যায়”।
অনুপম খের জানান, তিনি যখন প্রথম বলিউডে আসেন তখন একজন টাক মাথা ছেলেকে কেউ গ্রহণ করতে রাজি ছিল না। কারণ ইন্ডাস্ট্রির মত ছিল, মাথায় চুল না থাকলে অভিনেতা হওয়া যায় না; প্রতিভা তো অনেকের কাছেই আছে। কিন্তু তিনি হাল ছেড়ে দেননি, হেরে যাননি। তাঁর মতে সুশান্তর ঘটনা সেইসব বাবা-মায়েদের মনে ভয় ধরিয়ে দিয়েছে যাঁদের ছেলেরা ছোট শহর থেকে মুম্বই ভাগ্য অন্বেষণে গিয়ছেন। তাঁরা ভাবছেন দরকার নেই লড়াই করে, ঘরের ছেলে ঘরে ফিরে আসুক; সাধারণ জীবন যাপন করুক”। কিন্তু প্রবীণ এই অভিনেতার মতে, “লড়াইটা চালিয়ে যাও”।
সুশান্তের মৃত্যুর জন্য যাঁরা বলিউডে স্বজনপোষণকে দায়ী করছেন, তাঁদের বিরুদ্ধেও সুর চড়িয়েছেন এই অভিনেতা। তাঁর মতে, প্রতিভা থাকলে তা কখনও চেপে রাখা যাবে না। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে, যে সুশান্তের মৃত্যুর পরে এত কথা বলছেন অনুপম, সেই উদীয়মান অভিনেতা বেঁচে থাকার সময় কি তিনি সাহায্য করেছিলেন তাঁর অবসাদ কাটাতে? তাঁকে ফিল্মি দুনিয়ার আলোরবৃত্তে হাত ধরে নিয়ে গিয়েছিলেন? হাজারো সুশান্ত দেশের বিভিন্ন ছোট-বড় শহর থেকে রোজ মায়ানগরীতে পৌঁছন। তারমধ্যে কোটিতে গুটি সাফল্য পান। বাকিরা হারিয়ে যান অচেনার অতলে। কেউ কেউ হয়ত সুশান্ত সিং রাজপুত হন।

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version