Thursday, November 13, 2025

লাদাখ নিয়ে বড় বড় কথা না বলে সেনার পাশে থাকুন, কুণাল ঘোষের কলম

Date:

Share post:

কুণাল ঘোষ

চিন অসভ্যতা করছে। লাদাখে অন্যায় গাজোয়ারি চালাচ্ছে। আমাদের সেনারা আক্রান্ত। কড়া জবাবও দিচ্ছে।

1) এরমধ্যে কিছু সবজান্তা পণ্ডিত বলছেন, ভোট এলেই নজর ঘোরাতে সীমান্ত গরম হয়। কীসের ভোট এখন? সারা বছর দেশের কোথাও না কোথাও ভোট। সেজন্য সীমান্তে কিছু হলেই বিষয়টিকে গুরুত্বহীন ছেলেখেলায় নামাতে হবে? ইয়ার্কি হচ্ছে?

2) একশ্রেণির মিডিয়া, এমনকি বাংলা কাগজও বড় করে শিরোনাম করেছে- ভারতের 20 সেনা হত। এদের খবর, লে আউট সব দেশকে দুর্বল দেখানো, সেনার মনোবল ভাঙার মত। কেন, চিনের যে 43 জন হতাহত, সেটা খবরে লিখলেও শিরোনামে রাখতে কষ্ট হচ্ছিল? অবাধ গণতন্ত্র ও বাক্স্বাধীনতার এই অপব্যবহার? ” আজকাল” কাগজটা দেখলে লজ্জা হচ্ছে। বিজেপির রাজনৈতিক বিরোধিতা আর দেশের বিরোধিতা; আমাদের সেনাদের পাল্টা মার তুলে না ধরার মধ্যে তফাৎ আছে। কেন আমরা আমাদের সেনাদের সাহস আর পাল্টা মারের ছবিটাও তুলে ধরব না?

3) আর এক শ্রেণীর দায়িত্বজ্ঞানহীন মন্তব্য চলছে- 56 ইঞ্চি কোথায় গেল? এইসব ছাগলকে তুলে ওই সীমান্তে ছেড়ে আসা উচিত। তুই করে দেখা। আমি বিজেপির বিরুদ্ধে। কিন্তু এই সস্তা কথাবার্তা প্রশ্রয় দিতে রাজি নয় এই সময়ে। কী করবে দেশ? যুদ্ধ? বেজিংয়ে পরমাণু বোমা ফেলে আসবে? এই পোড়া দেশের পণ্ডিতদের দেখুন। একাংশ বলবে- 56 ইঞ্চি কড়া জবাব দিক। চৌকিদার কোথায় গেলো? আর কড়া জবাব গেলে অন্য অংশ বলবে- নজর ঘোরাতে এখন সীমান্তে যুদ্ধের গল্প! বোঝো ঠেলা। এই হল গণতন্ত্র।

4) চিন অসভ্যতা করেছে। কোভিড নিয়ে সারা বিশ্বে নিন্দিত। নতুন করে করোনা ছড়ানোয় দেশেই সমালোচিত ওদের সরকার। ওরা নিজেদের কৌশলে নিজেরা নজর ঘোরাতে এসব করছে কিনা, সেই আলোচনাটাও হোক।

কেন্দ্রে যে সরকার থাকুক, সীমান্তে অতন্দ্র প্রহরী আমাদের সেনারা। ওই প্রতিকূল পরিবেশেও আমাদের ঘরের ছেলেরা আমাদের নিরাপদ রাখছে। চিন সেনার সঙ্গে আলোচনার পর আমাদের এলাকায় আমাদের সেনারা টহল দিচ্ছিল। চিনা জবরদখলের সামগ্রী সরাচ্ছিল। এই সময় চিনারা হামলা করে। সেই হামলা সামলেও, প্রাণহানির পরেও, ভারতীয় সেনা পাল্টা মেরেছে। বেশ করেছে।

আর আমরা এখানে বসে বড় বড় লেকচার দিয়ে জ্ঞান ফলাচ্ছি।

দল-টল ছাড়ুন, এই সময়টা ভারতের সেনার মনোবল বাড়াতে তাদের পাশে থেকে সমর্থন জানানোটা কি উচিত নয়?

আর তা না পারলে অন্তত চুপ থাকাও তো যেতে পারে।

ভারতের সেনার প্রতি গর্বিত এক নাগরিক হিসেবে স্যালুট জানাই। শহিদদের প্রতি শ্রদ্ধা। আর গোটা বাহিনী, সীমান্তে জীবন বাজি রেখে অতন্দ্র প্রহরীদের জন্য পূর্ণ সমর্থন।

অনুরোধ- বিজেপির বিরোধীরা এখন 56 ইঞ্চি তুলে বা চৌকিদার বলে সস্তা কটাক্ষ করবেন না।
আরও অনুরোধ- সেনারা লড়ছে, বিজেপির কর্তাব্যক্তিরা দয়া করে এই তাৎক্ষণিক ঘটনায় তাদের পাল্টা মারের কৃতিত্ব নিজেরা নিতে যাবেন না।

চিনের তীব্র নিন্দা।
আমাদের সেনাদের সমর্থন।
এইটুকুই থাক।

 

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...