চিনের হামলার যে ৪ কারণের কথা বলছেন সেনাকর্তা ও বিশেষজ্ঞরা

৩৪৮৮ কিলোমিটার পথ। এই পথে কেন আক্রমণাত্মক মেজাজে দেখাচ্ছে পিপলস লিবারেশন আর্মি? প্রাক্তন সেনাকর্তা এবং বিশেষজ্ঞরা মূলত দুটি কারণের দিকে আঙুল তুলেছেন।

এক. আমেরিকার সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা। এই বন্ধুত্বই বাঁকা চোখে দেখছে চিন। জি-৭-এ ভারতের অন্তর্ভুক্তির পক্ষে ডোনাল্ড ট্রাম্পের ওকালতিতে ব্যাপক চটেছে চিন। আর এই কারনেই কখনও নেপাল বা পাকিস্তানকে উস্কে দেওয়া, আবার কখনও লাদাখে অস্থিরতা তৈরি করা

দুই. আন্তর্জাতিকস্তরে অস্ট্রেলিয়া, জাপান ও তাইওয়ানের সঙ্গে ভারতের বাড়তি বন্ধুত্ব মূলত মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে চিনাদের কাছে।

তিন. করোনা আবহে ভারতের বহু চিনা দ্রব্যের উপর বিধি-নিষেধ আরোপ করেছে নয়াদিল্লির সরকার। এই নিষেধাজ্ঞা চিন সহ্য করতে পারছে না।

চার. কোভিড পরিস্থিতি নিয়ে চিন ঘরে-বাইরে বিপর্যস্ত। আমেরিকা ক্রমশ চিনকে এক ঘরে করতে উঠে পড়ে লেগেছে। এই পরিস্থিতি থেকে যোগ্যতাতেই ভারতের সঙ্গে সীমান্ত উত্তেজনা তৈরি করতে চাইছে তারা।

Previous articleলাদাখ নিয়ে বড় বড় কথা না বলে সেনার পাশে থাকুন, কুণাল ঘোষের কলম
Next articleবিশ্বসেরার তালিকায় জায়গা করে নিল এইমস