“চিনকে যোগ্য জবাব দিক ভারত”- চায় গর্বিত ওরাওঁ পরিবার

লাদাখ সীমান্তে চিনের সঙ্গে সংঘর্ষে নিহত বীরভূমের মহম্মদ বাজারের বেলগড়িয়া গ্রামের রাজেশ ওরাওঁ। সোমবার রাতে চিনা সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে শহিদ হন তিনি। 25 বছরের রাজেশই ছিলেন পরিবারের একমাত্র রোজগেরে সদস্য। তবু ছেলের মৃত্যুতে গর্বিত ওরাওঁ পরিবার। তারা চায় চিনকে যোগ্য জবাব দিক ভারত।

২০১৫ সালে 145 বিহার রেজিমেন্ট যোগ দেন রাজেশ। প্রায় দু’বছর লাদাখে পোস্টিং ছিলেন বলে পরিবার সূত্রে খবর। গত সোমবার সন্ধেয় ওরাওঁ পরিবারকে ফোন করে রাজেশের নিহত হওয়ার খবর দেওয়া হয়। এলাকায় শোকের ছায়া নেমে আসে। যদিও, আত্মীয় ও বন্ধুরা জানিয়েছেন, তাঁদের ছেলের আত্মবলিদানে তাঁরা গর্বিত।

Previous articleইন্দো-চিন সীমান্তে গুলি বিনিময় হয়নি, কাঁটা লাগানো লাঠি দিয়ে প্রাণঘাতী হামলা চালায় চিনা সেনা
Next articleলাদাখ নিয়ে বড় বড় কথা না বলে সেনার পাশে থাকুন, কুণাল ঘোষের কলম