ইন্দো-চিন সীমান্তে গুলি বিনিময় হয়নি, কাঁটা লাগানো লাঠি দিয়ে প্রাণঘাতী হামলা চালায় চিনা সেনা

কাঁটা লাগানো লাঠি দিয়ে মারপিট শুরু করল চিনা সেনার দল। পাল্টা দিল ভারতও। তাতেই রক্তারক্তি কাণ্ড ও দুপক্ষের প্রাণহানি। লাদাখে ইন্দো-চিন সেনার মধ্যে সংঘাত গত কয়েক বছরে অনেকবার হয়েছে। প্রতিবারই আহত হয়েছেন দুই দেশের কোনও না কোনও সেনা জওয়ান। কিন্তু কোনওবারই গুলি চলেনি। গুলি চলল না সোমবার রাতেও। যদিও গোলাগুলি না চালিয়েও হল রক্তক্ষয়ী সংঘাত, যার ফলে প্রাণ গেল দুই তরফেই। ভারতীয় সেনাবাহিনী সূত্রে বলা হয়েছে, সোমবার রাতে সীমান্তে টহলদারির সময় দুই দেশের সেনার মধ্যে মুখোমুখি সংঘাতে কোনও গুলি চলেনি। ভারতীয় সেনাবাহিনীর এক কর্নেল সহ প্রায় ২০ জন জওয়ানের যে মৃত্যু হয়েছে, তা গুলি বা বিস্ফোরণজনিত নয়। কাঁটা লাগানো লাঠি, লোহার রড আর পাথর দিয়ে প্রাণঘাতী আঘাত করা হয়েছে। চিনা সেনাই প্রথমে উপর থেকে পাথর ছোড়ে, লোহার রড, কাঁটার লাঠি নিয়ে অাক্রমণ চালায়। প্রত্যাঘাতে ভারতীয় সেনাও সেই হাতিয়ারই ব্যবহার করে বলে জানা গিয়েছে। অার তাতে ভারতের কুড়ি ও চিনের প্রায় তেতাল্লিশ জওয়ান হতাহত হয়েছে বলে খবর। গোলাগুলি না চালিয়েও লাঠি, লোহার রড, পাথর দিয়ে মারামারিতেই এত প্রাণহানি। আর এই প্ররোচনা ও হামলা স্পষ্টভাবে শুরু হয়েছিল চিনের দিক থেকেই।

 

Previous articleআমফানে ক্ষতিগ্রস্তদের পাশে স্বামী নারায়ণ মন্দির
Next article“চিনকে যোগ্য জবাব দিক ভারত”- চায় গর্বিত ওরাওঁ পরিবার