Saturday, August 23, 2025

লকডাউনের সুফল! দুই মাসের বেশি সময় ধরে এই লকডাউনের ফলে প্রকৃতি সুস্থ হয়ে উঠেছে। ফিরে পেয়েছে হারানো সবুজ। লকডাউনের কারণে রাস্তায় মানুষের ঢল নামেনি। পাহাড়, সমুদ্র,  জঙ্গলে পর্যটকদের ভিড় নেই। এই সুযোগে সমুদ্রের পাড়ে ডিম দিতে এসেছিল কয়েক লাখ কচ্ছপ। দেশের বহু জায়গায় রাস্তায় বন্যপ্রাণীদের আনাগোনা দেখা গিয়েছে। আর এবার প্রথমবার ভারতের আকাশে দেখা দিল পবিত্র আইবিস পাখি!

ভদোদরার আকাশে দেখা মিলল পবিত্র আইবিস পাখির। আফ্রিকানরা এই পাখিকে পবিত্র বলে মনে করে। ভদোদরার আকাশে আইবিস পাখির ছবি তুলে নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন সোরং দালভি নামের এক ইঞ্জিনিয়ার। ভদোদরার সান ফার্মা রোডের বাসিন্দা তিনি। পেশায় ইঞ্জিনিয়ার এই ব্যক্তি একজন পশুপ্রেমি। তাই সময় পেলেই পশুপাখির ছবি তুলতে ক্যামেরা হাতে বেরিয়ে পড়েন। এই নেশার টানে এবার নতুন এক আবিষ্কার করে ফেললেন তিনি।

পাখি বিশারদরা জানিয়েছেন, এর আগে কখনও ভারতের আকাশে আইবিস পাখি দেখা যায়নি। সোরং জানিয়েছেন, ভদোদরার একটি জঙ্গল থেকে তিনি ওই পাখির ছবিটি প্রথমে তুলেছিলেন। নিজে দেখে পাখিটিকে চিনতে পারেননি। তারপর বন্ধুকে গিয়ে সেই ছবি দেখান। এরপর এমএস প্রাণিবিদ্যা বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয় সেই পাখির ছবি। তারা নিশ্চিত করে ছবিটি আসলে আফ্রিকান আইবিস পাখির।

পাখি বিশেষজ্ঞরা জানিয়েছেন আইবিস পাখি বিচরণ ক্ষেত্র দক্ষিণ থেকে মধ্য আফ্রিকা। কাজাকিস্তান, তুরস্ক, ইরাক ও রাশিয়ায় কখনও কখনও দেখা মেলে এই পাখির।

Related articles

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...
Exit mobile version