Wednesday, August 27, 2025

টানা বাড়িতে থেকে একঘেয়েমি লাগছে? চাইছেন পুজোর দিনগুলিতে একটু ঘুরতে যেতে? এই কথা ভেবেই ট্যুর প্যাকেজ আনছে IRCTC। তবে বেড়াতে গেলে গেলে মানতে হবে কতগুলি নিয়ম।

দেখে নিন সেই স্বাস্থ্যবিধি 

১) প্রত্যেক রাজ্যকে দিতে হবে কোভিড ডিক্লেয়ারেশন।

২) ৬৫ বছরের বেশি বয়সের যাত্রীরা যেতে পারবেন না ট্যুরে।

৩) অন্তঃসত্ত্বাদের যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।

৪) 10 বছরের নিচের শিশুদের যাওয়ায় থাকছে নিষেধাজ্ঞা।

৫) ট্যুরের ডিজাইন হবে আলাদা।

৬) পর্যটকদের আকর্ষণ করতে কম খরচে ট্যুরের ব্যবস্থা করছে।

৭) উপসর্গহীন রায় যাত্রা করতে পারবেন।

৮) হ্যান্ড স্যানিটাইজার ওর থার্মাল স্ক্রীনিং মাস্ট।

৯) টুডে প্রতিদিন একবার করে থার্মাল স্ক্রিনিং করা হবে।

১০) ট্রেনের প্রতি কম্পার্টমেন্টে জীবাণুনাশক স্প্রে করা হবে।

১১) ট্রেন থামলে প্যান্টিসহ সব কোচ জীবাণুমুক্ত করা হবে।

১২) পর্যটকদের প্রতিটি লাগেজ জীবাণুমুক্ত করা হবে।

১৩) কান্ট্রিতে খাবারের পরিচ্ছন্নতার জন্য বিশেষ সুপারভাইজার থাকবে।

১৪) ট্রেনের রান্নাঘরে সোশ্যাল ডিস্টেন্স মানতেই হবে।

১৫) প্রত্যেক পর্যটককে যথেষ্ট গরম জল দেওয়া হবে।

১৬) প্রত্যেক পর্যটককে মেডিক্যাল কিট দেওয়া হবে।

১৭) নির্দিষ্ট সময় অন্তর মাস্ক, গ্লাভস, গ্লাভস ফেস কভার পরিবর্তন করতে হবে।

১৮) ট্রেনের দুটি কম্পার্টমেন্ট খালি রাখা হবে।

১৯) যে কোন পর্যটক এর উপসর্গ দেখা দিলে ওই কম্পার্টমেন্টে রাখা হবে তাঁদের।

আইআরসিটিসির অধিকর্তা দেবাশীষ চন্দ্র বলেন,” আমরা চাই পুজোর সময় থেকে মানুষ ঘুরতে যাক তাদের প্রয়োজন অনুযায়ী আমরা ছোট টুর প্যাকেজে প্ল্যান করেছি খরচ কমানো হচ্ছে ১০-২০ শতাংশ তবে বড় ট্যুরের প্ল্যান এখনই নয়।”

পাশাপাশি বেসরকারি ট্রাভেল সংস্থা গুলি জানাচ্ছে এখন মুম্বাই তামিলনাড়ু গুজরাট এইসব জায়গায় পর্যটকদের নিয়ে যাওয়া যাবে না করো না পরিস্থিতি মাথায় রেখে এই ব্যবস্থা করা হবে।

Related articles

গণেশ চতুর্থীর সকালে খাঁড়া হাতে আগুন জ্বালালেন ‘রঘু রাজা’ দেব

পুজোয় সিনেপর্দা কাঁপাতে দোর্দণ্ডপ্রতাপ রঘু ডাকাতের (Raghu Dakat) আগমন সময়ের অপেক্ষা মাত্র। কিন্তু অনুরাগীদের কাছে নয়া মেজাজে ধরা...

মুখ পুড়ল বিরোধীদের, পুজো অনুদানে বাধা নেই জানালো হাইকোর্ট

বাংলায় দুর্গাপুজো অনুদান (Durga Puja grant) নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...
Exit mobile version