করোনাভাইরাস রুখতে দেশ জুড়ে দফায় দফায় চলে লকডাউন। কিছু জরুরি পরিষেবা ছাড়া বন্ধ ছিল সবকিছুই। দীর্ঘদিন লকডাউন চলার পর আনলক ওয়ানে বেশিরভাগ ক্ষেত্রে ছাড় মিললেও চাহিদা বাড়েনি মুর্শিদাবাদের খাগড়ার কাঁসাশিল্প। এই শিল্পের সঙ্গে জড়িয়ে প্রচুর মানুষ। লকডাউনের ফলে বন্ধ ছিল কাজ। ফলে বন্ধ উপার্জনও। অভিযোগ, মেলেনি কোনও সরকারি সাহায্য। মহাজনদের কাছে টাকা টাকা নিয়ে সংসার চালাতে হয়েছে কাঁসাশিল্পীদের।

আনলক ওয়ানে ছাড় মিললেও চাহিদা নেই, ফলে কাজ আসছে কম। মহাজনদের টাকা শোধ দিয়ে সংসার চালাতে হিমসিম খাচ্ছেন তাঁরা। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে? স্বাচ্ছন্দ্য ফিরবে খাগড়ার কাঁসাশিল্পে- সেই দিকেই তাকিয়ে শিল্পীরা।
