Thursday, August 28, 2025

করোনা আবহে সামগ্রিক পরিস্থিতি এখনও অগোছালো থাকলেও ২০২১-এর রাজ্য বিধানসভা নির্বাচন ঠিক সময়েই করতে চায় কেন্দ্রীয় নির্বাচন কমিশন৷

নির্বাচন কমিশন সূত্রের খবর, সোশ্যাল ডিসট্যান্সিং বিধি বজায় রেখে দেশে ভোট করতে ইতিমধ্যেই কমিশন একাধিক উদ্যোগ নিয়েছে৷
সোশ্যাল ডিসট্যান্সিং-কে মান্যতা দিয়ে প্রতি কেন্দ্রে বুথ বাড়ানোর কাজ শুরু করেছে কমিশন। বুথে যতখানি সম্ভব কম ভোটার আনার লক্ষ্যেই এই সিদ্ধান্ত৷ প্রয়োজনে বিধানসভা কেন্দ্রপিছু বুথের সংখ্যা দ্বিগুণ বা তারও বেশি করা যায় কিনা, তাই দেখা হচ্ছে৷ এর ফলে বুথে ভোটার সংখ্যা অনেক কম হবে৷ বেশি সময় লাইনে থাকতে হবে না৷ সোশ্যাল ডিসট্যান্সও বজায় থাকবে৷

সূত্রের খবর, কমিশন এখন চাইছে, করোনা বিধি মেনে কীভাবে রাজ্যগুলিতে বিধানসভা ভোট করা হবে, তার হাতে কলমে পরীক্ষা করতে৷ এজন্য বকেয়া উপ- নির্বাচনগুলিকে হাতিয়ার করতে চাইছে কমিশন৷ করোনা-বিধি মেনে ভোট করতে কমিশন যা ভেবেছে, তার ট্রায়াল হবে উপনির্বাচনে ৷ ট্রায়ালে সামান্য ভুল হলে, তা সংশোধন করে যে রাজ্যগুলিতে বিধানসভার ভোট হওয়ার কথা,ঠিক সময়েই সেখানে ভোট করাতে চাইছে নির্বাচন কমিশন৷

বাংলাতেও এমন ট্রায়াল প্রায় নিশ্চিত৷ ২০১৯- এ
মৃত্যু হয় ফালাকাটা-র তৃণমূল বিধায়ক অনিল অধিকারির। ওই কেন্দ্রের উপনির্বাচন দ্রুত করতে চাইছে কমিশন৷ উপনির্বাচনেই নানা পরীক্ষা সেরে ফেলা হবে৷
এই উপনির্বাচনেই বোঝা যাবে, ২০২১-এর সঠিক সময়ে বাংলার বিধানসভা নির্বাচন কতখানি সম্ভব হবে৷ করোনা আবহে বিধানসভা নির্বাচন যাতে সুষ্ঠভাবে করা যায় তা বুঝে নিতেই এবার ফালাকাটা’র উপনির্বাচনকে ব্যবহার করা হচ্ছে। কমিশন সব পক্ষের সঙ্গে কথা বলে ফালাকাটা’র উপনির্বাচনের দিন ঘোষণা করতে পারে কিছুদিনের মধ্যেই ৷

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version