করোনায় মৃত্যুর নিরিখে এশিয়ায় শীর্ষস্থানে থাকার পর এবার বিশ্ব তালিকায় ঊর্ধ্বমুখী ভারত। শেষ ২৪ ঘন্টায় মৃত্যু নিয়ে এ পর্যন্ত করোনায় দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২,২৩৭ জন। আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ লক্ষ ৬৬ হাজার ৯৪৬। আজ, বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে এমনটাই জানানো হয়েছে।

অবশ্য স্বস্তির খবরও আছে। দেশে ১ লক্ষ ৯৪ হাজার ৩২৪ জন রোগী ইতিমধ্যেই সুস্থ হয়ে যাওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরে গিয়েছেন। বর্তমানে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৬০ হাজার ৩৮৪।
