রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ফের অস্থায়ী সদস্যপদ পেল ভারত। এক্ষেত্রে ভারতের দরকার ছিল দুই তৃতীয়াংশ সদস্য দেশের সমর্থন। নিরাপত্তা পরিষদের ১৯২ সদস্য দেশের মধ্যে ১৮৪ টি দেশ সমর্থন করেছে। ১ জানুয়ারি ২০২১ থেকে দুবছর কার্যকালের মেয়াদ।

এর আগেও নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসাবে নির্বাচিত হয়েছে ভারত। রাষ্ট্রসংঘে স্থায়ী সদস্যপদ রয়েছে চিন, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন ও আমেরিকার। অস্থায়ী সদস্যপদের তালিকায় নাম রয়েছে এস্তোনিয়া, নাইজের, সেন্ট ভিনসেন্ট এবং গ্রিনাডাইন্স, টিউনিশিয়া, ভিয়েতনামের।
