শহিদ কর্নেল সন্তোষ বাবুকে চোখের জলে শেষ বিদায় ছোট থেকে বড় সকলের

সোমবার পূর্ব লাদাখের গালওয়ান সীমান্তে ভারত-চিন সংঘর্ষে নিহত হন ভারতের ২০ জন সেনা। তাঁবু সরানো নিয়ে বিবাদ সৃষ্টি হয় সেখানে। সূত্রের খবর, কোনওরকম অস্ত্র ব্যবহার হয়নি ওই সংঘর্ষে। চিনা সেনার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন বিহার রেজিমেন্টের কর্নেল সন্তোষ বাবু। জানা গিয়েছে, চিনা সেনাদের মারেই গুরুতর জখম হয়েছিলেন।সেই দিনই শহিদ হন তিনি।

বৃহস্পতিবার কর্নেলের কফিনবন্দি দেহ ফেরে তাঁর জন্মভূমি তেলাঙ্গনার বিদ্যানগরে। এরপর তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে হাজির হন বহু মানুষ।

 

গার্ড অব অনারের মাধ্যমেই সেনাবাহিনী বিদায় জানায় শহিদ কর্নেল সন্তোষ বাবুকে। তাঁকে শেষবারের মত একবার ছুঁয়ে দেখার জন্য জড়ো হয়েছিলন স্থানীয় বাসিন্দারা। তাঁর শেষযাত্রায় শুধুমাত্র একটা আওয়াজই শোনা গিয়েছে, গালওয়ানে কর্নেল সন্তোষবাবুর আত্মত্যাগ বৃথা যাবে না।

Previous articleসাংবাদিক বৈঠকে বিদেশমন্ত্রক, কী জানাল তারা?
Next articleBreaking: কোভিড হাসপাতালে শুধু করোনার চিকিৎসা নয়, অন্যান্য চিকিৎসা করতে হবে বিজ্ঞপ্তি স্বাস্থ্য দফতরের