Tuesday, August 26, 2025

চলতি বছর পুরীর জগন্নাথ মন্দিরের রথযাত্রায় স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। নভেল করোনাভাইরাস সংক্রমণের জেরে এই সিদ্ধান্ত শীর্ষ আদালতের।

বৃহস্পতিবার এক জনস্বার্থ মামলায় রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, দেশজুড়ে মহামারির পরিস্থিতি জারি আছে। এই অবস্থায় রথযাত্রাকে কেন্দ্র করে জনসমাগমে অনুমতি দেওয়া সম্ভব নয়। জনস্বাস্থ্য ও নাগরিক নিরাপত্তার স্বার্থে এ বছর ওড়িশায় রথ যাত্রার অনুমতি দেওয়া যাবে না বলে সাফ জানিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। জানা গিয়েছে, স্বাস্থ্যবিধি মেনে মন্দিরের ভেতরেই হবে আচার-অনুষ্ঠান।

প্রসঙ্গত, প্রতিবছর রথযাত্রা উপলক্ষ্যে পুরীতে বিপুল জনসমাগম হয়। ১০-১২ দিন ধরে চলে অনুষ্ঠান। চলতি বছর রথযাত্রা ২৩ জুন। এর আগে রাজ্য সরকারের কাছ কর্তৃপক্ষ আবেদন করেছিল ৩টি হাতি দিয়ে রথ টানার ব্যবস্থা করা হোক। কিন্তু মহামারির পরিস্থিতিতে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ শীর্ষ আদালত।ওড়িশার বালেশ্বর জেলার ১২টি, ময়ূরভঞ্জ জেলার ৬টি, সম্বলপুর জেলার ৫টি এবং কন্ধমল, বোলাঙ্গির ও গজপতি জেলার মন্দির গুলিতে রথযাত্রা পালনের উপর স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট।

Related articles

কাশ্মীরে বন্যা পরিস্থিতি, দুর্যোগে মৃত ৫ তীর্থযাত্রী, স্থগিত বৈষ্ণোদেবী যাত্রা

ভয়াবহ বিপর্যয় জম্মু ও কাশ্মীরে। উপত্যকার ডোডা জেলায় ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত নয় জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে।...

আইএসএল শুরু হওয়ার সম্ভাব্য দিন ২৪ অক্টোবর!

সরকারীভাবে ঘোষণা না হলেও আইএসএলের(Indian Super League) সম্ভাব্য দিন নিয়ে একটা আলোচনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে আগামী ২৪...

পুত্র ‘জাতিস্মর’! বেসবল খেলোয়াড়ের মায়ের অবাক করা দাবি ঘিরে চাঞ্চল্য

খেলার মাঠে বিস্ময় বালকদের কথা প্রায়ই শোনা যায়। তারা খবরের শিরোনামে উঠে আসে তাদের ক্রীড়া প্রতিভার জোরে। কিন্তু...

বিধানসভা ভোটই লক্ষ্য! ভিনজাতের বিয়ে দেওয়া নিয়ে হাত মেলাল রাম-বাম

ভিনজাতে বিবাহে বাধা এলে এবার সিপিএম-বিজেপি দুইয়েরই পার্টি অফিস খোলা তামিলনাড়ুতে। শুধুমাত্র জাতপাতের বিভাজনকে কেন্দ্র করে তামিলনাড়ুর তিরুনেলভেলি...
Exit mobile version