রিসর্ট রাজনীতির উত্তাপ কাটিয়ে রাজ্যসভা ভোটে তিনটির মধ্যে দুটিতে জিতলেন ক্ষমতাসীন কংগ্রেসের দুই প্রার্থী। অন্যদিকে বিজেপি প্রার্থী জিতেছেন একটি অাসনে। কংগ্রেসের দুই প্রার্থী হলেন কেরালার নেতা ও রাহুল গান্ধীর ঘনিষ্ঠ নেতা কেসি ভেনুগোপাল এবং নীরজ ডাঙ্গি। বিজেপির পক্ষে রাজ্যসভা আসনে জিতেছেন রাজেন্দ্র গেহলট। কোনও ক্রশ ভোটিং হয়নি। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেন, বিজেপি অর্থের টোপ দিয়ে কংগ্রেস বিধায়কদের ভাঙার চেষ্টা করলেও ওদের উদ্দেশ্য সফল হয়নি।
