শুক্রবার রাজ্যসভা নির্বাচনে প্রত্যাশামতই ফল হল মধ্যপ্রদেশে। রাজ্যসভার দুটি অাসনে বিজেপি ও একটি অাসনে জিতল কংগ্রেস। বিজেপির জয়ী প্রার্থীরা হলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও সুমেরু সিং সোলাঙ্কি। অন্যদিকে কংগ্রেসের পক্ষে জয়লাভ করেছেন দিগ্বিজয় সিং। কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরই জ্যোতিরাদিত্যর রাজ্যসভা থেকে জিতে কেন্দ্রীয় মন্ত্রিসভায় যাওয়ার বিষয়টি নিয়ে ব্যাপক চর্চা হয়। অবশেষে রাজ্যসভায় জিতে কেন্দ্রীয় মন্ত্রী হওয়ায় পথে আরও একধাপ এগোলেন প্রাক্তন কংগ্রেস মন্ত্রী সিন্ধিয়া।
