১০ রাজ্যের ২৪ টি রাজ্যসভা আসনে ভোটগ্রহণ শুরু

কড়া স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে শুক্রবার সকাল নটা থেকে দেশের ২৪টি রাজ্যসভা আসনের জন্য ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল চারটে পর্যন্ত। মার্চ মাসে এই ভোট হওয়ার কথা থাকলেও লকডাউনের জন্য তা পিছিয়ে যায়। এই আসনগুলির মধ্যে ৪ টি করে আসন অন্ধ্রপ্রদেশ ও গুজরাটের। ২ টি আসন ঝাড়খণ্ডের৷ ৩ টি করে আসন মধ্যপ্রদেশ ও রাজস্থানের৷ এছাড়া মণিপুর ও মেঘালয়, মিজোরাম ও অরুণাচলপ্রদেশের ১ টি করে আসন রয়েছে। অন্যদিকে, ৪ টি আসন রয়েছে কর্নাটকের।

সংসদের উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেতে এনডিএর আরও প্রায় ৩০ টি আসন দরকার। রাজ্যসভার ২৪৫ টি আসনের মধ্যে এনডিএর ৯১ টি এবং ইউপিএর ৬১ টি আসন রয়েছে। অন্য বিরোধী দল ও নিরপেক্ষ দলগুলির মিলিতভাবে রয়েছে আরও ৬৮ টি আসন।

Previous articleনায়িকার চরিত্র পাইনি, প্রসেনজিৎ-ঋতুপর্ণার প্রেম চলছিল, নেপোটিজম নিয়ে বিস্ফোরক শ্রীলেখা
Next articleজম্মু-কাশ্মীরে এনকাউন্টারে নিকেশ আট জঙ্গি