Friday, August 29, 2025

ভারতীয় সেনাকে অপমান, গণশক্তিকে “চিনের দালাল” বলে ঘেরাও অভিযান অগ্নিমিত্রার

Date:

পশ্চিমবঙ্গ সিপিএমের মুখপত্র গণশক্তিকে চিনের দালাল বলে কটাক্ষ করে পথে নামলেন রাজ্য বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পল। আজ, শনিবার তাঁর নেতৃত্বে গণশক্তি দফতর ঘেরাও অভিযান করলো বিজেপি মহিলা মোর্চা। তাদের দাবি, লাদাখ সীমান্তে কমিউনিস্ট চিনের সঙ্গে যুদ্ধকালীন পরিস্থিতিতে দেশের ২০ জন বীর জওয়ান শহিদ হয়েছেন। কিন্তু গণশক্তি পত্রিকা চিনের সমালোচনা না করে দেশের মাটিতে দাঁড়িয়ে দেশদ্রোহী কার্যকলাপ করছে।

গণশক্তি ভারতীয় সেনাদের আগ্রাসী বলে ব্যাখ্যা করেছে। শুধু তাই নয়, মহিলা মোর্চার দাবি, চিনের সুরে সুরে মিলিয়ে গণশক্তি পত্রিকায় লেখা হয়েছে ভারতীয় সেনাবাহিনী নাকি প্রথমে সীমান্ত অতিক্রম করে চিনের ভূখণ্ড প্রবেশ করেছে। আর সেই কারণেই দেশের মাটিতে থেকে দেশের বিরুদ্ধে মিথ্যা খবর প্রচারের অভিযোগে গণশক্তিকে ধিক্কার জানিয়ে প্রতিবাদে সামিল হয়েছিল বিজেপি মহিলা সংগঠন।

এদিকে আজ শনিবার দুপুরে বিজেপি মহিলা মোর্চার বিরাট সংখ্যক সদস্য প্রতিবাদে সামিল হয়ে গণশক্তি দফতরের দিকে এগিয়ে যেতেই আইন-শৃঙ্খলা অবনতির আশঙ্কায় কলকাতা পুলিশ রাস্তাতেই তাঁদের বাধা দেন। মহিলা মোর্চা সমর্থকদের সঙ্গে শুরু হয় পুলিশের ধস্তাধস্তি। গ্রেফতার করা হয় বেশ কিছু মহিলা মোর্চা সমর্থককে।

এই ঘটনার প্রতিবাদ জানিয়ে মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পল তাঁর প্রতিক্রিয়ায় জানান, ” ইতিহাসের পুনরাবৃত্তি করলে বামেরা। এর আগে ১৯৬২ সালের ভারত-চিন যুদ্ধে দেশের মাটিতে দাঁড়িয়ে ভারত বিরোধিতা করে চিনকে সমর্থন করেছিল বামেরা। এবারও ভারতীয় সেনাকে মিথ্যা বদনাম দিয়ে পরোক্ষে চিনকেই সমর্থন করছে এই বামেরা। গণশক্তির খবর তার উজ্জ্বল দৃষ্টান্ত বলেই দাবি করেন অগ্নিমিত্রা।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version