Wednesday, August 27, 2025

বাংলার পাশে বিশ্বের বাঙালিরা: ঘোষণা অনলাইন সাংবাদিক বৈঠকে

Date:

বিশ্বের প্রতিটি শহরের সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠানের ঘোষণা করল এনএবিসি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে শনিবার সাংবাদিক বৈঠকে এনএবিসি জানায় কোভিড-আমফান বিধ্বস্ত বাংলার পাশে দাঁড়াতে উদ্যোগী হয়েছে তারা। একই সঙ্গে চলচ্চিত্র ও সঙ্গীত জগতের দিন আনি দিন খাই মানুষদের সাহায্য করতে চলেছেন উদ্যোক্তারা। এই অনলাইন পদ্ধতিতে ৩, ৪ এবং ৫ জুলাই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যার নাম HOPE 2020।যেখানে উপস্থিত থাকবেন বলিউড-টলিউডের বিখ্যাত সব শিল্পীরা।

NABC- র ফেসবুক বা ইউটিউব পেজে ঢুকলে নির্দিষ্ট সময় অনুষ্ঠান দেখা যাবে। পাশাপাশি ১ ডলারের বিনিময়ে অ্যামাজন ওয়েব সার্ভিসেও এই অনুষ্ঠান দেখা যাবে। অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সন্দীপ রায়, সৌমিত্র চট্টোপাধ্যায় সহ শঙ্কর মহাদেবন, হরিহরণ, ইমন চক্রবর্তী, অঞ্জন দত্ত, রাঘব চট্টোপাধ্যায়, দালের মেহেন্দি, বাবুল সুপ্রিয়, আলকা ইয়াগ্নিক, কবিতা কৃষ্ণমূর্তি, শ্রাবণী সেন, রূপঙ্কর বাগচী, সাগ্নিক সেন প্রমুখরা।

সাংবাদিক বৈঠকে উদ্যোক্তারা জানান, এই অনুষ্ঠান শুধুমাত্র উত্তর আমেরিকার মধ্যে সীমাবদ্ধ নেই। বিশ্বজুড়ে বাঙালি এবং ভারতীয়রা এই অনুষ্ঠানে শামিল হয়েছেন। পাশাপাশি ২৫০টি সংগঠন এই অনুষ্ঠানে সহযোগিতা করছে। উদ্যোক্তাদের লক্ষ্য ১ মিলিয়ন দর্শকদের কাছে পৌঁছে যাওয়া। বিশ্বের যে কোনও প্রান্তে বসে এই অনুষ্ঠান দেখা যাবে। এই অনুষ্ঠান থেকে বিজ্ঞাপন বা অন্যান্য মাধ্যমে যে অর্থ সংগ্রহ হবে তা আমফান বিধ্বস্ত বাংলার জন্য দান করা হবে। ভারত সেবাশ্রম ও রামকৃষ্ণ মিশনের মাধ্যমে দুর্গতদের পাশে দাঁড়াবে উদ্যোক্তারা।

প্রসঙ্গত, ৩ থেকে ৫ জুলাই বঙ্গ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাস পরবর্তী পরিস্থিতিতে নতুন কিছু করার উদ্যোগ নেওয়া হয়। বিশ্বজুড়ে বাঙালি এবং ভারতীয়দের কাছে এই দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য আবেদন জানানো হয়েছে। তার জন্য WWW.NABC2020.ORG -তে লগইন করে অর্থ সাহায্য পাঠানো যাবে।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version