Monday, May 12, 2025

করোনায় মৃত কলকাতা পুরসভার কর্মীর পরিবারের পাশে থাকার আশ্বাস ফিরহাদের

Date:

কলকাতা পুরসভার এক কর্মী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে আজ, শনিবার কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম বলেন, এই ঘটনা সত্যি দুঃখজনক। একইসঙ্গে ওই মৃত পুরকর্মীর পরিবারের পাশে পুরসভা সবরকম ভাবে থাকবে বলে আশ্বস্ত করেন তিনি। তবে সেইসঙ্গে ফিরহাদ হাকিম জানিয়েছেন, ওই পুরকর্মী কিন্তু লকডাউনের আগে থেকে অফিসে আসছিলেন না।

এর পাশাপাশি ফিরহাদ হাকিম একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। তিনি জানিয়েছেন,শহরজুড়ে ড্রেনেজের কাজ মোটামুটি ভালই হচ্ছে। কারণ, এখন বর্ষা পড়ে গেছে। বর্ষার জল শহর কলকাতায় যে জায়গাগুলোতে জমে মূলত সেই জায়গাগুলোতে এখন আর সেভাবে জমছে না। আর জমলেও খুব তাড়াতাড়ি তা বার হয়ে যাচ্ছে। তাঁর দাবি, আগে যেখানে তিন-চারদিন ধরে জল জমে থাকত, এখন কিন্তু তা হচ্ছে না। পুরসভার পক্ষ থেকে কাজের তদারকি করা হচ্ছে খুব ভালোভাবে।

অন্যদিকে তিনি এও জানিয়েছেন, খিদিরপুরের ৭৬, ৭৭ নম্বর ওয়ার্ডের কিছু সমস্যা আছে। সেখানে কোনও কোনও জায়গায় জল জমছে। ড্রেনেজের কাজ এখনও পর্যন্ত সম্পূর্ণ হয়নি। পাম্পিং স্টেশন সেখানে কাজ করছে।

কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক আরও একটি বিষয় উল্লেখ করে বলেছেন, অনেকেই জমি কিনে ফেলে রেখেছেন। পুকুর বা জলাশয় কিনে ফেলে রাখছে। তারপর সেই জায়গায় আবর্জনা জঙ্গলে পরিণত হচ্ছে। পুরসভার তরফ থেকে সমস্ত জমির মালিককে বলা হচ্ছে তাঁরা যেন তাঁদের নিজস্ব জায়গা অবিলম্বে পরিষ্কার করে। সেই জায়গা থেকে অসুখ-বিসুখের সম্ভাবনা বেশি থাকে। যদি তাঁরা পুরসভার নির্দেশ পালন না করেন, তাহলে পুরসভার তরফ থেকে তাঁদের নোটিশ দেওয়া হবে। এবং আগামীদিনে এইসব জমি বা জলাজমির মালিকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে।

Related articles

ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতি: আবারও নরেন্দ্র মোদির আগে ঘোষণা করলেন ট্রাম্প 

ভারত ও পাকিস্তানের সামরিক উত্তেজনার আবহে ফের মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফের একবার বাণিজ্যের ভয় দেখিয়ে...

সচিনের এলিট ক্লাবে প্রবেশের স্বপ্ন অধরাই বিরাট কোহলির

স্বপ্নটা অধরা রেখেই টেস্ট অবসরটা নিতে হল বিরাট কোহলিকে(Virat Kohli)। ৭৭০ রান আর বাকি ছিল। কিন্তু বিরাটকে থেমে...

৯৩ হাজার বন্দুক দিক ভারত, পাকিস্তানকে গুঁড়িয়ে দেব: ভিডিও বার্তায় আর্জি BLA-র

ঘরে-বাইরে নাস্তানাবুদ পাকিস্তান। ভারতে হামলা চালিয়ে প্রত্যাঘাত পেয়েছে পাক সেনা। আর ঘরে বালুচিস্তান লিবারেশন আর্মির বালুচিস্তানকে স্বাধীন ঘোষণা...

গম্ভীর-বিবাদেই বিরাট সিদ্ধান্ত!

রোহিত শর্মার(Rohit Sharma) পর এবার টেস্ট ফর্ম্যাট থেকে অবসর নিলেন বিরাট কোহলি(Virat Kohli)। গোটা ক্রিকেট বিশ্ব যেমন হতবাক,...
Exit mobile version