Tuesday, August 26, 2025

বঙ্গ-বিজেপির একাধিক নেতার কেন্দ্রীয় নিরাপত্তা ফেরত নেওয়া হচ্ছে

Date:

বঙ্গ-বিজেপির একাধিক নেতার ‘সিকিউরিটি রিভিউ’-এর নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। দেখা হবে, বিজেপির এই নেতাদের জীবন কতখানি ‘বিপন্ন’৷ এদের কেন্দ্রীয় নিরাপত্তা আদৌ প্রয়োজন কি না, তা মূল্যায়ন করা হচ্ছে৷ সূত্রের খবর, বিজেপি করছে বলেই যাকে তাকে এভাবে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ তাঁর নির্দেশেই এই ‘সিকিউরিটি রিভিউ’৷ জানা গিয়েছে, বাংলা বিজেপির অধিকাংশ নেতার এ ধরনের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করে নেবে কেন্দ্র৷

অন্য দল থেকে আসা নব্য বিজেপি নেতা-নেত্রীদের রাজ্য কমিটিতে উচ্চপদে ঠাঁই দেওয়া এবং অন্য দল থেকে আসা নগন্য কিছু তথাকথিত নেতা-নেত্রীকে কেন্দ্রীয় নিরাপত্তা পাইয়ে দেওয়া ঘিরে রাজ্য বিজেপির অন্দরে অসন্তোষ জমা হচ্ছে। অভিযোগ গিয়েছে অমিত শাহের কাছেও৷ দলের রাজ্য কমিটিতে আদি নেতাদের বঞ্চিত করার দায় দিল্লির উপর চাপিয়ে রেহাই পেতে চাইছে রাজ্য নেতৃত্ব৷ কিন্তু ‘এক আনার নেতাদের’ কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া নিয়ে মুখ খুলছে না রাজ্য নেতারা৷ বঙ্গ-বিজেপির অন্দরের খবর, দলের মধ্যে এই ‘নিরাপত্তা-ইস্যু’ চেপে বসেছে৷ এই চাপ সামাল দিতে কয়েকজন নেতার নিরাপত্তা তুলে নিতে রাজ্য বিজেপি বলেছে দিল্লিতে৷ সূত্রের দাবি, সে কারনেই বঙ্গ-নেতাদের সিকিউরিটি রিভিউয়ের নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। একাধিক কেন্দ্রীয় এজেন্সি সেই কাজ শুরুও করেছে। এই রিভিউয়ের মূল উদ্দেশ্য, ওই সব নেতাদের কেন্দ্রীয় নিরাপত্তা আদৌ প্রয়োজন কি না, তা খতিয়ে দেখা৷
দলের অন্দরের খবর, রাজনাথ সিং স্বরাষ্ট্রমন্ত্রী থাকার সময় দলের এক কেন্দ্রীয় পদাধিকারী যাকে তাকে সিকিউরিটি পাইয়ে দিয়েছেন। সে সময় স্বরাষ্ট্র মন্ত্রকের এক বড় আমলার সঙ্গে বোঝাপড়া করেই এ কাজ হয়েছে। বিনিময়ে ওই আমলার স্ত্রীকে গত লোকসভা ভোটে বিজেপির টিকিটও দেওয়া হয়েছিল। কিন্তু এখন অমিত শাহ দায়িত্বে আসার পর এই বেআইনি পথে নতুনভাবে কাউকে নিরাপত্তা পাইয়ে দেওয়া অসম্ভব হয়ে গিয়েছে ।

এই সব কারনেই কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীদের সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে কি না, তা জানতে রিভিউ শুরু হয়েছে। ভিন দল থেকে আসা বহু নেতা কেন্দ্রীয় নিরাপত্তার আবেদন জানিয়েছেন। কিন্তু তা এখন কতটা পাওয়া যাবে, বা আদৌ পাওয়া যাবে কি’না সন্দেহ৷

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version