অবশেষে ঘোজাডাঙায় চালু সীমান্ত-বাণিজ্য

0
1

অবশেষে ঘোজাডাঙায় চালু হল সীমান্ত-বাণিজ্য। বসিরহাটের ভারত-বাংলাদেশ ঘোজাডাঙা সীমান্তে বাণিজ্য বন্ধ হয়ে যায় লকডাউনের জেরে। এরপর এ রাজ্যে অন্য অন্য বর্ডার খুললে গেলেও একমাত্র বাকি ছিল ওই সীমান্ত। প্রশাসনিক বৈঠকে সেটিরও সমাধান হল। শুক্রবার বিকেল বেলা ঘোজাডাঙা সীমান্তে বসিরহাটের মহকুমার শাসক বিবেক ভস্মে, এসডিপিও অভিজিৎ সিনহা, মহাপাত্র বিএসএফের ১৫৩ নম্বর ব্যাটালিয়নের আধিকারিক ও শুল্ক দফতরের আধিকারিকরা জরুরি বৈঠক করে সিদ্ধান্ত নেন শনিবার, ঘোজাডাঙ্গা ভারত-বাংলাদেশ সীমান্তের আমদানি ও রফতানি সীমান্ত বাণিজ্য চালু হবে।

ইতিমধ্যে ঘোজাডাঙা সীমান্তে ৬০০ পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে আছে বাংলাদেশ যাওয়ার জন্য। সীমান্তবাণিজ্য চালু হওয়ায় খুশি ব্যবসায়ী থেকে কর্মীরা। পাশাপাশি, প্রশাসনিক বৈঠকে জানানো হয়, করোনা মোকাবেলায় সবরকম বিধি-নিষেধ মেনে চলতে হবে। ট্রাকচালক ও খালাসিদের স্বাস্থ্যপরীক্ষা শারীরিক তাপমাত্রা মাপতে হবে। এবং কেউ অসুস্থ বোধ করলে তাঁদের হোম কোয়ারেন্টাইনে পাঠাতে হবে। বাংলাদেশ থেকে আমদানি যেসব পণ্যবাহী ট্রাক এদেশে ঢুকবে সেগুলিকে পর্যাপ্ত পরিমাণে স্যানিটেশন করতে হবে। চালক খালাশিদের শারীরিক পরীক্ষা করতে হবে। তার জন্য স্বাস্থ্যকর্মীরা নির্ধারিত সময়সূচি মেনে এই ব্যবস্থা করবেন।