অন্ডালের জামবাদ খনিতে পরিতক্ত আবাসনে ধস। তলিয়ে গেল কমপক্ষে পাঁচটি বাড়ি। ফাটল দেখা দিয়েছে বেশ কিছু বাড়িতে। এক মহিলা নিখোঁজ।

জানা গিয়েছে, জামবাদ এলাকার ওই খনি এলাকায় যেখানে ধস নামে সেখানকার বাড়িগুলি পরিত্যক্ত ছিল। তবু সেই বাড়িতে বসবাস করতেন পরিবার। পরিত্যক্ত কয়েকটি পরিবার। ভোরে ধসে বাড়িগুলি তলিয়ে যায়। এক মহিলা নিখোঁজ। পাশাপাশি এলাকার কয়েকটি বাড়িতে ফাটলও ধরে। ঘটনার পর এলাকায় বিক্ষোভ দিকে দেখানো শুরু করেন স্থানীয় মানুষ। বিক্ষোভ মূলত ইসিএলের বিরুদ্ধে।