বেড়েছে তাপমাত্রা-আর্দ্রতা, স্বস্তি দিতে রাজ্যজুড়ে নামবে ভারী বৃষ্টি

বর্ষা এসে গিয়েছে। ঝিরি ঝিরি বৃষ্টি হলেও বেড়ে চলেছে তাপমাত্রা। বেড়েছে আদ্রতা । এর ফলে একটা অস্বস্তিকর আবহাওয়া। তবে সুখবর দিচ্ছে অব্ফওয়া দফতর। এই অস্বস্তি কাটাতে আজ শনিবার রাজ্যজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে অতিভারী বৃষ্টিপাতের আশঙ্কা। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিংও কালিম্পং-এ। মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। দক্ষিণবঙ্গের দুই এক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার কলকাতায়  সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এই মুহূর্তে কলকাতায় তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস।
কলকাতায় আংশিক মেঘলা আকাশ । বাতাসে জলীয় বাষ্প  বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি হবে। হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার কলকাতায়  সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।  এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস।  বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৬৯ শতাংশ। শুক্রবার কলকাতায়  সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস।  যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বাধিক ৯২ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ন্যূনতম ৭১ শতাংশ।

 

Previous articleরিজেন্ট পার্কে ঘুমন্ত যুবতীকে গুলি করে খুন করল প্রাক্তন প্রেমিক!
Next articleঅন্ডালে ধসে তলিয়ে গেল ৫টি বাড়ি, নিখোঁজ মহিলা