করোনা আক্রান্ত ৫০ হাজার ছাড়াল দিল্লিতে , ২৪ ঘণ্টায় পজিটিভ তিন হাজারেরও বেশি

দিল্লিতে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন তিন হাজারের বেশি। দিল্লিতে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৫০ হাজার পেরিয়েছে ইতিমধ্যেই।
স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, শুক্রবার রাজধানীতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩১৩৭ জন। কোভিড আক্রান্তের সংখ্যা মোট ৫৩,১১৬। সেখানে অ্যাকটিভ কেসের সংখ্যা ২৭,৫১২। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছে ৬৬ জনের। রাজধানী শহরে এ যাবৎ করোনায় মৃতের সংখ্যা মোট ২০৩৫। এখনও পর্যন্ত সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২৩,৫৬৯ জন।

উল্লেখ্য, চলতি মাসের শুরু থেকেই এক ধাক্কায় কোভিড পজিটিভের সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছিল দিল্লিতে। একলাফে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাও বৃদ্ধি পেয়েছিল অনেকটাই।

Previous articleঅন্ডালে ধসে তলিয়ে গেল ৫টি বাড়ি, নিখোঁজ মহিলা
Next articleঅবশেষে ঘোজাডাঙায় চালু সীমান্ত-বাণিজ্য