Monday, November 17, 2025

সোমবার মস্কো যাচ্ছেন রাজনাথ সিং, দেখা হতে পারে চিনা প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে, জল্পনা তুঙ্গে

Date:

কোনও দেশেই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি, সেই আবহেই রাশিয়া যাচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ আগামী সোমবার মস্কো রওনা দেবেন তিনি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়ের প্রেক্ষিতে প্রতি বছর ২৪ জুন মস্কোয় ‘ভিক্টরি ডে প্যারেড’ অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য দুনিয়ার প্রায় সব দেশকেই আমন্ত্রণ জানায় রাশিয়া৷ সেই অনুষ্ঠানে অংশ নিতেই রাজনাথ যাচ্ছেন। তাৎপর্যপূর্ণভাবে সেখানে আমন্ত্রিত হিসেবে উপস্থিত থাকার কথা চিনের প্রতিরক্ষামন্ত্রীও। ফলে রাজনাথের হঠাৎ মস্কো উড়ে যাওয়া নিয়ে জল্পনার সৃষ্টি হয়েছে৷

সেনা সূত্রে খবর, মস্কোর রেড স্কোয়ারে এ বছরের প্যারেডে একজন কর্নেল পদমর্যাদার অফিসারের নেতৃত্বে অংশগ্রহণ করবে ভারতের তিন বাহিনীর একটি যৌথ দল। এ ছাড়া, রেড স্কোয়ারে ভারতীয় সেনার এক মেজরের নেতৃত্বে প্যারেডে অংশ নেবেন শিখ লাইট ইনফ্যান্টরি রেজিমেন্টের জওয়ানরাও। প্রসঙ্গত, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ‘ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি’র হয়ে নাৎসি বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলো শিখ লাইট ইনফ্যান্টরি রেজিমেন্ট। যুদ্ধক্ষেত্রে সাহসিকতার জন্য বহু পুরস্কারও রয়েছে এই রেজিমেন্টের।
গত ১৭ জুন, মস্কোয় রুশ বিদেশমন্ত্রকের মুখপাত্র মারিয়া ঝাখারোভা জানিয়েছিলেন, রুশ সামরিক বাহিনীর সঙ্গে ভারত ও চিনের সৈন্য দলও রেড স্কোয়ারে মার্চ করবে।

লাদাখের সাম্প্রতিক রক্তক্ষয়ী ঘটনার পর মস্কোয় প্রথম দেখা হওয়ার কথা ভারত ও চিনের প্রতিরক্ষা মন্ত্রীর৷
সেই প্রেক্ষিতে রাজনাথ সিংয়ের এই রাশিয়া সফর যথেষ্ট তাৎপর্যের বলেই মনে হচ্ছে।

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version