ফের দিলীপের মুখে বদলার কথা, সৌগতর দাবি হিংসা ছড়ানো হচ্ছে

দাঁতনে বিজেপি কর্মী পবন জানার শেষযাত্রার মিছিল থেকে ফের দিলীপ ঘোষ বললেন, বদলা তো নিতেই হবে। একের পর এক খুন, জখন, মিথ্যা মামলা, মানুষ অভুক্ত অথচ রেশন চুরি চলছে। এর বদলা তো নিতেই হবে। পুলিশই তো এর জন্য দায়ী। যদি এই মৃত্যুর বদলা না নেওয়া হয়, তবে মানুষ আমাদের মাফ করবেন না। বদলা হবে, বদলও হবে। পাল্টা তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, বদলার কথা বলে হিংসা ছড়াচ্ছে বিজেপি। পুলিশকে আক্রমণ নিন্দাজনক। তৃণমূল এর সঙ্গে জড়িত নয়। মূল উদ্দেশ্য হিংসা ছড়ানো। প্রশাসনের আইনি ব্যবস্থা নেওয়া উচিত। তৃণমূল জেলা সভাপতি অজিত মাইতি বলেন, বিজেপির একটা লাশের দরকার ছিল। লাশ নিয়ে রাজনীতি করছে। করোনার পর থেকে জন বিছিন্ন হয়েই মরিয়া হয়ে এই কাজ করছে।

Previous articleশীর্ষ আদালতের ভার্চুয়াল’ শুনানিতে আইনজীবীর সওয়াল বিছানায় শুয়ে, ভর্ৎসনা
Next articleদক্ষিণ চিন সাগরে জাহাজ থেকে রহস্যজনক ভাবে উধাও বাঙালি ইঞ্জিনিয়ার