Saturday, August 23, 2025

নেপোটিজম নিয়ে মুখ খুলতে শুরু করেছে টলিউড। এক ভিডিও বার্তায় নিজের অভিযোগ তুলে ধরেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তাঁর অভিযোগের তীর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, সৃজিত মুখোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়ের দিকে।

বরাবরই প্রতিবাদী চরিত্র স্বস্তিকা মুখোপাধ্যায়। নিজের ফেসবুকে তিনি শনিবার প্রশ্ন তুলেছেন, “যারা একই পরিচালকের সঙ্গে অনেকগুলো কাজ করেন, তারা সবাই কী শুয়ে কাজ পান?” প্রসঙ্গত শ্রীলেখা মিত্র ভিডিওবার্তায় বলেন, সৃজিতের সঙ্গে তাঁর ভালো সম্পর্ক থাকলেও সিনেমার সময় তাঁকে ডাকা হয়নি। তাঁর দাবি, স্বস্তিকার সঙ্গে সৃজিতের প্রেম ছিল, তাই ছবিতে কাজ পেয়েছেন তিনি।

সৃজিতের নাম না করে, তিনি দেখিয়েছেন কে কটা ছবিতে কাজ করেছেন। লিখেছেন, পরিচালকের ১৭ টা ছবির মধ্যে তিনি ২ টি ছবিতে মুখ্য চরিত্রে এবং একটি ছবিতে অতিথি শিল্পী হিসেবে কাজ করেছেন। অন্যদিকে সৌমিক হালদার ১১টা, অনুপম রায় ৯টা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৭টা, যীশু সেনগুপ্ত ৭টা, অনির্বাণ ভট্টাচার্য ৬টা এবং পরমব্রত চট্টোপাধ্যায় ৬টা কাজ করেছেন।

তাঁর কথায়, “তারা নিশ্চয় আরও বেশি করে শুয়ে আর প্রেম করে কাজগুলো পেয়েছেন? এনারা তাহলে সবাই উভকামী ও সুযোগসন্ধানী?” অভিনেত্রীর বক্তব্য, “যুক্তি তো সবার ক্ষেত্রেই এক হওয়া উচিৎ, তাই না? নাকি নিজের খামতি ঢাকতে স্লাটশেমিং শুধু আমাদের মত ‘কুযোগ্য’ অভিনেত্রীদের করা হবে যারা একেবারেই অভিনয়টা পারেনা?

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version