Saturday, November 15, 2025

একইদিনে প্রাক্তন অধিনায়ক-সহ তিন স্টার ক্রিকেটার করোনা আক্রান্ত বাংলাদেশে!

Date:

সম্প্রতি, করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক তথা বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা অলরাউন্ডার শাহিদ আফ্রিদি। এবার করোনা থাবা বসালো বাংলাদেশের ন্যাশনাল ক্রিকেট দলে। জানা যাচ্ছে, বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মাশরাফি মুর্তজা, প্রাক্তন ওপেনিং ব্যাটসম্যান নাফিজ ইকবাল এবং বাঁ-হাতি স্পিনার নাজমুল ইসলাম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বর্তমানে বাংলাদেশের সংসদ সদস্য মাশরাফি বেশ কয়েকদিন ধরে মহামারীর চলাকালীন তাঁর শহর ও সংসদীয় এলাকা নারেইলে সামাজিক কাজ করে যাচ্ছিলেন।করোনাতে বাংলাদেশের অন্যতম ক্ষতিগ্রস্ত অঞ্চল নারায়ণগঞ্জে খাদ্য ও অন্যান্য সামগ্রী সরবরাহে যুক্ত ছিলেন নাজমুল ইসলামও। কিন্তু এর মধ্যেই মারণ ভাইরাস থাবা বসালো তাঁদের ওপরেই।

আফ্রিদির মতোই মুর্তাজা ফেসবুক পোস্টের মাধ্যমে নিজের করোনা পজিটিভ হওয়ার কথা জানান। তিনি বলেন, “আজ আমার করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। প্রত্যেকেই আমার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন। আমাদের দেশে ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ছাড়িয়েছে। আমাদের আরও সচেতন হতে হবে। আসুন আমরা বাড়িতেই থাকি, খুব প্রয়োজন না হলে যেন না বাইরে বেরোই। আমি বাড়িতেই সমস্ত প্রোটোকল ও সরকারি নির্দেশিকা মেনে চলছি। আতঙ্কিত না হয়ে সচেতনতা বাড়ানো উচিত।” উল্লেখ্য, আপাতত নিজের বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে আছেন মুর্তাজা।

মুর্তাজার পাশাপাশি আক্রান্ত হয়েছেন প্রাক্তন ওপেনার নাফিজ ইকবালও। দেশের হয়ে ১১টি টেস্ট এবং ১৬টি ওয়ান-ডে খেলেছেন তামিম ইকবালের দাদা নাফিজ৷ এছাড়াও ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া নাজমুল ইসলাম করোনাতে আক্রান্ত হয়েছেন। দেশের হয়ে একটি টেস্ট, পাঁচটি ওয়ান ডে এবং ১৩ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

Related articles

একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ এসএসসির! চাকরিপ্রার্থীদের শুভেচ্ছাবার্তা শিক্ষামন্ত্রীর

প্রকাশিত হল একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগে ইন্টারভিউয়ের তালিকা। কমিশন জানিয়েছে, প্রায় ২০ হাজার চাকরিপ্রার্থীকে নথি যাচাই এবং ইন্টারভিউয়ের জন্য...

রেকর্ড আয়েই নতুন উৎসাহে ফিরল বেঙ্গল সাফারি পার্ক

রেকর্ড আয়ের হাত ধরে নতুন উদ্যমে ভরপুর হয়ে উঠেছে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক। পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের...

SIR-এর নামে প্রতারণা চক্র! দিল্লি থেকে এসে OTP-কারসাজিতে গ্রেফতার ৮

যত বড় পরিকল্পনা, তত বড় তা নিয়ে প্রতারণার সম্ভাবনা। আধার কার্ড তৈরির সময়ে জালিয়াতি চক্র থেকে নোটবন্দিতে জাল...

রাসেলের সঙ্গে ব্রাত্য ভেঙ্কটেশকেও, নাইটরা ধরে রাখল কাদের? দেখুন তালিকা

আগামী ডিসেম্বর মাসে মিনি নিলাম আইপিএলের(IPL)। ঘর গুছিয়ে নিল আইপিএল দলগুলি।  শনিবার সন্ধ্যায় প্রকাশ করা হল কোন দল...
Exit mobile version