আন্তর্জাতিক যোগ দিবসের সকালে মোদির বিশেষ কর্মসূচি

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস। আগামীকাল অর্থাৎ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সকাল সাড়ে ছ’টায় জাতির উদ্দেশে বক্তব্য রাখবেন।

২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রসংঘে ভাষণ দেওয়ার সময় মোদি ২১ জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস বলে ঘোষণা করার প্রস্তাব দেন। ওই বছরই ১১ ডিসেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ ২১ জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস বলে ঘোষণা করে।

উল্লেখ্য, গত বছর লালকেল্লার সামনে যোগাভ্যাসে যোগ দিয়েছিলেন সহস্র মানুষ। সেখানে প্রধানমন্ত্রী নিজে তাঁদের সঙ্গে যোগাভ্যাস করেছিলেন। কিন্তু ২০২০ তে মারণ ভাইরাস করোনা অতিমারির কারণে সেই পরিকল্পনা বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। এই বছর করোনা কারণে সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে কোনও জনসমাবেশ হবে না বলেই জানা গিয়েছে। এই কারণে প্রত্যেককে এই বিষয়ে উৎসাহিত করতে ‘ঘরে যোগ এবং পরিবারের সঙ্গে যোগ’ এই থিম বাছাই করা হয়েছে।

Previous articleএকইদিনে প্রাক্তন অধিনায়ক-সহ তিন স্টার ক্রিকেটার করোনা আক্রান্ত বাংলাদেশে!
Next articleদারিদ্রের সঙ্গে লড়াই করা প্রিয়াঙ্কার খুনির ফাঁসি চাইছেন প্রতিবেশরীরা