মস্কো সফরের আগে দেশের ৩ বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী

সোমবার মস্কো যাচ্ছেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তার আগে রবিবার দেশের তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করলেন তিনি।

সূত্রের খবর, বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সীমান্তে আকাশ, স্থল এবং জলে চলবে কড়া নজরদারি। কোনও আগ্রাসনের চেষ্টা হলেই দেওয়া হবে যোগ্য জবাব। একইসঙ্গে ভারত-চীন সীমান্তে কড়া অবস্থান নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

চিনের সেনাকে যথাযথ জবাব দিতে দেশের তিন বাহিনীকেই ‘পূর্ণ স্বাধীনতা’ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, সেনাপ্রধান এম এম নারাভাণে, নৌসেনা প্রধান অ্যাডমিরাল কর্মবীর সিং এবং বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদৌরিয়া। এদিনের বৈঠকে গলওয়ান উপত্যকার পরিস্থিতিও পর্যালোচনা করেন তিনি।

Previous articleচিনকে জবাব! লাদাখের এলএসিতে এবার প্রয়োজনে অস্ত্র
Next articleশ্রীলেখা মিত্রের স্বজনপোষণের অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন শাশ্বত চট্টোপাধ্যায়