চিনকে জবাব! লাদাখের এলএসিতে এবার প্রয়োজনে অস্ত্র

লাদাখ সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় বা এলএসি-তে অস্ত্র ব্যবহার করা যাবে না। ভারত-চিনের অতীতের এই চুক্তিকে এবার নস্যাৎ করার পথে হাঁটতে চলেছে নয়াদিল্লি। নয়াদিল্লির সাউথ ব্লক সূত্রের খবর, রবিবার বৈঠকে বসেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ছিলেন তিন বাহিনীর প্রধান এবং চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রানাওয়াত। সেখানেই সিদ্ধান্ত হয়েছে, লাদাখ সীমান্তে আর অস্ত্রবিহীন অবস্থায় থাকা নয়। প্রয়োজনে চিনের দখলদারির চেষ্টা বন্ধ করতে অস্ত্র ব্যবহারও করা হবে। এ ব্যাপারে প্রাক্তন সেনা কর্তারাও বলছেন, চিনের এই বেয়াদপী বন্ধ করতে এটারই প্রয়োজন ছিল। যারা আইন মানছে না, তাদের সঙ্গে আইনি পদ্ধতি মেনে চলা অর্থহীন। সেনাবাহিনীকে। এ ব্যাপারে স্বাধীনতা দেওয়া হয়েছে। প্রয়োজন মতো পরিস্থিতি অনুযায়ী সেনা কর্তারা এ ব্যাপারে অন স্পট সিদ্ধান্ত নেবেন। চিনের বিরুদ্ধে নয়াদিল্লি যে যুদ্ধং দেহি মনোভাবই বজায় রাখছে, তা এই সিদ্ধান্তেই পরিষ্কার।

Previous articleঅভিনেতার আত্মহত্যায় প্ররোচনা, রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মামলা বিহারে
Next articleমস্কো সফরের আগে দেশের ৩ বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী