ভারতীয় সেনা ও প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেই অভিযোগে গ্রেফতার করা হলো লাদাখের এক কাউন্সিলরকে। লাদাখের অটোনমাস হিল ডেভেলপমেন্ট কাউন্সিলের কাউন্সিলর জাকির হুসেন।শনিবার তাঁকে গ্রেফতার করা হয়েছে।

সম্প্রতি একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। জানা গিয়েছে, ওই অডিও ক্লিপে নরেন্দ্র মোদি ভারতীয় সেনাকে ব্যঙ্গ করেছেন জাকির হুসেন। ইতিমধ্যে ক্ষমা প্রার্থনা করেছেন ওই কাউন্সিলর। লাদাখের অটোনমাস হিল ডেভেলপমেন্ট কাউন্সিলের তরফ থেকে বলা হয়েছে, লাদাখের মানুষ দেশের প্রতি অনুগত। ভারতীয় সেনাকে সমর্থক করে তারা।
