বিনা প্ররোচনায় বোমাবর্ষণ পাকসেনার, পাল্টা প্রত্যাঘাতে খতম চার পাকিস্তানি

ফের ভূস্বর্গে এনকাউন্টার। রবিবার শোপিয়ানে চলে এই এনকাউন্টার।

লাগাতার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে যাচ্ছে পাকিস্তান সেনা।

গত কয়েকদিন ধরে লাগাতার বিনা প্ররোচনাতে বোমাবর্ষণ করছে পাকসেনা। সীমান্ত সংলগ্ন গ্রামগুলিকে টার্গেট করা হচ্ছে বলে চাঞ্চল্যকর দাবি। একই সঙ্গে ভারতীয় সেনা ছাউনিগুলিকও টার্গেট করা হচ্ছে। এই পরিস্থিতিতে পাল্টা জবাব ভারতীয় সেনার। সূত্রের খবর, পালটা প্রত্যাঘাতে চার পাকিস্তানির মৃত্যু হয়েছে। সীমান্তের ওপারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেশ কয়েকটি পাকঘাঁটিও গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা।

ভারতীয় সেনাবাহিনীর গুলিতে জঙ্গি নিকেশের পর উদ্ধার করা হয়েছে বেশ কিছু অস্ত্র।
বাহিনীর গুলিতে নিকেশ এক জঙ্গি। উদ্ধার করা হয়েছে বেশ কিছু অস্ত্র।

শনিবারও কাশ্মীরে এনকাউন্টারে অপর এক জঙ্গিকে খতম করে বাহিনী। জম্মু কাশ্মীরের লিখদি পোরাতে জঙ্গিদের সঙ্গে বাহিনীর এই এনকাউন্টার শুরু হয়েছিল। তল্লাশি অভিযান চালানোর সময়েই জঙ্গিদের মুখোমুখি হয় পুলিশ ও নিরাপত্তা বাহিনী।

Previous articleমন্ত্র জপ করে নয়, হিংসাতেই মিলবে সমাধান! বিশ্ব যোগা দিবসে বিতর্কিত মন্তব্য দিলীপের
Next articleকলকাতা, দিল্লি, মুম্বই থেকে কেমন গ্রহণ? দেখে নিন এক নজরে