মন্ত্র জপ করে নয়, হিংসাতেই মিলবে সমাধান! বিশ্ব যোগা দিবসে বিতর্কিত মন্তব্য দিলীপের

আজ বিশ্ব যোগা দিবস। সকাল সকাল স্থানীয় বাসিন্দা ও রোজকার প্রাতঃভ্রমন-এর সঙ্গীদের নিয়ে নিউটাউনের ইকোপার্ক-এর আইফেল টাওয়ারের সামনে যোগা অনুষ্ঠানে যোগ দেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কথা বললেন রাজনৈতিক বিষয় নিয়েও।

এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে দিলীপ ঘোষের “বদলা চাই, বদলও চাই” মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে। তাঁর মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক মহলে বিরূপ প্রতিক্রিয়া দিয়েছেন অনেকেই। বিষয়টি নিয়ে দিলীপ ঘোষকে জিজ্ঞাসা করলে তিনি জানান, “হিংসার প্রতিরোধে যদি কেউ ভাবে মন্ত্র জপ করে সমস্যার সমাধান হবে, তাহলে সে ভুল করবে। শ্রীকৃষ্ণ যুদ্ধ করে জয়লাভ করেছিল। তিনি তো প্যান্ডেল বেঁধে হরিনাম-কীর্ত্তন করতে পারতেন। কিন্তু করেননি। হিংসার প্রতিরোধে পাল্টা জবাব দিতে না পারলে তাকে কাপুরুষ বলা হয়। নির্বোধ বলা হয়। হিংসা ছাড়া পৃথিবীতে কোনও কিছুর সমাধান হয়নি।”

Previous articleসানগ্লাস, এক্স-রে প্লেট দিয়ে সূর্যগ্রহণ নয়! পাকাপাকি ভাবে ক্ষতি হতে পারে চোখের
Next articleবিনা প্ররোচনায় বোমাবর্ষণ পাকসেনার, পাল্টা প্রত্যাঘাতে খতম চার পাকিস্তানি