সানগ্লাস, এক্স-রে প্লেট দিয়ে সূর্যগ্রহণ নয়! পাকাপাকি ভাবে ক্ষতি হতে পারে চোখের

চলতি বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ আজ। তাই সূর্যগ্রহণ দেখার সর্তকতা অবলম্বন করে বিশেষ পরামর্শ দিল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক।

এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘গ্রহণের সময় সূর্যের দিকে সরাসরি তাকালে পাকাপাকি ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে চোখ। তাই খালি চোখে একেবারেই সূর্যগ্রহণ দেখা উচিত নয়। এমনকী, সাধারণ সানগ্লাস, গগলস পরে বা এক্স-রে প্লেট দিয়েও দেখা উচিত নয়। প্রদীপের কালি ফেলা কাচ দিয়েও গ্রহণ দেখা যাবে না। জলে তৈরি হওয়া সূর্যের প্রতিবিম্বের দিকে তাকানো যাবে না। ব্যবহার করা যেতে পারে ঝালাই করার লুকিং গ্লাস। কার্ডবোর্ডে ছোট ছিদ্র করে তার মাধ্যমে সাদা জায়গায় সূর্যের প্রতিবিম্ব তৈরি করে দেখা যেতে পারে। এছাড়াও আয়নাকে ছোট্ট ছিদ্রযূক্ত কালো কাগজ দিয়ে মুড়িয়ে, এমনভাবে রাখতে হবে যাতে সূর্যের আলো সেই ছিদ্র থেকে প্রতিফলিত হয়ে সামনের দেওয়ালে পড়ে। এবং গ্রহণের প্রতিবিম্ব ফুটে ওঠে। গাছের ছায়াতেও খালি চোখে সূর্যগ্রহণ দেখা যেতে পারে। মাটিতে গাছের ছায়ার দিকে তাকালে দেখা যাবে সূর্যের একাধিক প্রতিচ্ছবি। সেক্ষেত্রে সূর্যের আলো আসার জন্য গাছের পাতার ফাঁক পিন হোল ক্যামেরার কাজ করে। সূর্যের দিকে তাকানোর জন্য ব্যবহার করা হয় বিশেষ ধরনের ফিল্টার যুক্ত গগলস। সেটা কারও কাছে থাকলে ব্যবহার করতে পারেন।’

Previous articleএক সূর্যগ্রহণে এসেছিল আরেক সূর্যগ্রহণে পৃথিবী থেকে বিদায় করোনার! দাবি পরমাণু বিজ্ঞানীর
Next articleমন্ত্র জপ করে নয়, হিংসাতেই মিলবে সমাধান! বিশ্ব যোগা দিবসে বিতর্কিত মন্তব্য দিলীপের