Thursday, May 15, 2025

সূর্যের চারদিকে পৃথিবী প্রদক্ষিণ করছে এবং পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করছে চাঁদ। এইভাবে প্রদক্ষিণ করতে করতে যখন সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরলরেখায় আসে, তখন গ্রহণ হয়। চাঁদ, পৃথিবী ও সূর্য একই সরলরেখায় চলে এলে সূর্যের আলো পৃথিবীতে আসার সময় চাঁদের দ্বারা বাধা পায়। ফলে সূর্যের আলো কিছুক্ষণের জন্য পৃথিবীতে আসতে পারে না। এই সময়টাই হল সূর্যগ্রহণ ।

এই ধরনের সূর্যগ্রহণ পূর্ণ, আংশিক ও বলয়গ্রাস হতে পারে। যেমন আজ হবে বলয়গ্রাস সূর্যগ্রহণ। কী বৈশিষ্ট্য এর? যখন সূর্যের বাইরের সীমানার অংশ বাদে পুরোটাই চাঁদের দ্বারা ঢেকে যায়, তখন হয় বলয়গ্রাস সূর্যগ্রহণ। এই বলয়গ্রাসে পৃথিবী থেকে সূর্যের শুধু বাইরের একফালি গোল সীমা প্রত্যক্ষ হয়। যা দেখে মনে হয় ঠিক যেন একটা রিং বা আংটি। অাবার একে আগুনের বলয়ও বলা হয়ে থাকে। এই বলয়গ্রাস সূর্যগ্রহণই সবচেয়ে কম দেখা যায়। কারণ এই গ্রহণের জন্য পৃথিবী ও সূর্যের সঙ্গে চাঁদের একটি নির্দিষ্ট দূরত্ব থাকা প্রয়োজন।

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ কলকাতায় সকাল ১০টা ৪৬ মিনিটে শুরু হবে সূর্যগ্রহণ। চলবে দুপুর ২টো ১৭ মিনিট পর্যন্ত। বেলা সাড়ে ১২টা নাগাদ হবে বলয়গ্রাস। প্রায় ৩৮ সেকেন্ড ধরে চলবে এই বলয়গ্রাস। গত ১০০ বছরে এই ধরনের গ্রহণ দেখা যায়নি। কারণ সাধারণত এতক্ষণ ধরে গ্রহণ চলে না। কয়েক মিনিটের মধ্যেই সূর্য ফের বেরিয়ে পড়ে। কিন্তু এবার হবে ব্যতিক্রম।

 

Related articles

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই পুলওয়ামায়, এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী

জম্মু ও কাশ্মীরে পরপর দুটি এনকাউন্টার নিরাপত্তা বাহিনীর। ৪৮ ঘণ্টার ব্যবধানে বৃহস্পতিবার ভোর থেকে জঙ্গিদের সঙ্গে ফের শুরু...

প্রয়াত হলেন তেহট্টের তৃণমূল বিধায়ক, রাজনীতিতে শোকের ছায়া

প্রয়াত হলেন তেহট্টের তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস সাহা (Tapas Saha)। ঘুমের মধ্যে ব্রেন স্ট্রোক আক্রান্ত হয়েছিলেন। হয়েছিল ব্রেন...

জঙ্গিদের শহিদের মর্যাদার পর এবার ক্ষতিপূরণ! মসুদকে ১৪ কোটি, এরপরেও IMF-এর অর্থ সাহায্য

পাকিস্তান (Pakistan) সরকারের ছাতার তলায় যে জঙ্গিরা রয়েছে তার প্রমাণ আবারও মিলল। অপারেশন সিন্দুরে ভারত শতাধিক জঙ্গিকে নিকেশ...

যান্ত্রিক ত্রুটি! পিছিয়ে গেল আন্তর্জাতিক স্পেস স্টেশনে শুভাংশুর যাত্রা

আন্তর্জাতিক স্পেস স্টেশনে শুভাংশু শুক্লার (Shubhanshu Shukla) যাত্রা আপাতত পিছিয়ে গেল। ২৯ মে স্পেস এক্সের ড্রাগন ক্যাপসুলে রওনা...
Exit mobile version